Ke Bole Manus More (কে বলে মানুষ মরে) Bangla Lyrics By Durjoy Barua & Dipro Barua.
Song : Ke Bole Manus More
Singer : Dipro Barua & Durjoy Barua
Lyrics & Tune : Kuti Munchur
Label : Nagorik Music
Ke Bole Manus More Bangla Lyrics
সে মানুষ মরলে পরে
বিচার হবে কার
একবার সে মানুষ মরলে পরে
বিচার হবে কার
আমি বুঝলাম না ব্যাপার
কে বলে মানুষ মরে
আমি বুঝলাম না ব্যাপার
কে বলে মানুষ মরে
একবার সে মানুষ মরলে পরে
বিচার হবে কার
একবার সে মানুষ মরলে পরে
বিচার হবে কার
আমি বুঝলাম না ব্যাপার
কে বলে মানুষ মরে
আমি বুঝলাম না ব্যাপার
কে বলে মানুষ মরে
গরম ভাতে নিরাকারে
খেলছেন খেলা নিড়েতে
আবার জি বাচ্চা জীবিত থাকে
পরমা তার ডরেতে
গরম ভাতে নিরাকারে
খেলছেন খেলা নিড়েতে
জি বাচ্চা জীবিত থাকে
পরমা তার ডরেতে
পরমা তার ডরেতে
আমার এক সত্যি পরম জিনি
এই দেহ চালাইছেন তিনি
আমার এক সত্যি পরম জিনি
এই দেহ চালাইছেন তিনি
জন্ম মৃত্যু নাম ধরিয়া
জন্ম মৃত্যু নাম ধরিয়া
চালাইছে কোন বারে বার
কে বলে মানুষ মরে
আমি বুঝলাম না ব্যাপার
কে বলে মানুষ মরে
পঞ্চআত্তা পঞ্চরুহু
হিসাবেতে পাওয়া যায়
এই দেহ জুমের জনম
পরম আত্তার মরন নাই
পঞ্চআত্তা পঞ্চরুহু
হিসাবেতে পাওয়া যায়
এই দেহ জুমের জনম
পরম আত্তার মরন নাই
পরম আত্তার মরন নাই
আমার পরম আত্তার পরম লইয়া
জীব আত্তা যায় বিলীন হইয়া
পরম আত্তার পরম লইয়া
জীব আত্তা যায় বিলীন হইয়া
জন্ম মৃত্যু নাম ধরিয়া
জন্ম মৃত্যু নাম ধরিয়া
চালাইছে যে বারে বার
কে বলে মানুষ মরে
আমি বুঝলাম না ব্যাপার
কে বলে মানুষ মরে
সাগর হতে এসে পানি
নদীতে ভেসে বেড়ায়
যথা হতে আসে পানি
তথা আবার ফিরে যায়
তথা আবার ফিরে যায়
সাগর হতে এসে পানি
নদীতে ভেসে বেড়ায়
যথা হতে আসে পানি
তথা আবার ফিরে যায়
তথা আবার ফিরে যায়
আমার জোয়ার ভাটা ঘোরে ফেরে
সাগর কিন্তু শুকায় না রে
জোয়ার ভাটা ঘোরে ফেরে
সাগর কিন্তু শুকায় না রে
তেমনি মানুষ ঘোরে ফেরে
কোন শুর কয় বারে বার
আমি বুঝলাম না ব্যাপার
কে বলে মানুষ মরে
আমি বুঝলাম না ব্যাপার
কে বলে মানুষ মরে
একবার সে মানুষ মরলে পরে
বিচার হবে কার
একবার সে মানুষ মরলে পরে
বিচার হবে কার।।