Ke Jane Shyam Chilo Nilaj Bangla Lyrics By Manna Dey.
Ke Jane Shyam Chilo Nilaj Bangla Lyrics By Manna Dey.
সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Ke Jane Shyam Chilo Nilaj গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Ke Jane Shyam Chilo Nilaj গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Ke Jane Shyam Chilo Nilaj গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।।
Song Name : Ke Jane Shyam Chilo Nilaj
গান : কে জানে শ্যাম ছিল নিলাজ
Singer(s) : Manna Dey
Tune / Music : Prabhas Dey
Lyricist : Miltu Ghosh
Music Label : Saregama
Release On : 1985-01-12
Ke Jane Shyam Chilo Nilaj Lyrics in Bengali
কে জানে কে জানে
কে জানে শ্যাম ছিলো নিলাজ
না লজ্জাহীনা রাধা
লজ্জাহীনা রাধা কে জানে
কে জানে শ্যাম ছিলো নিলাজ
না লজ্জাহীনা রাধা
(বুঝতে আমি পারিনা) – ২
সেই পরকীয়া প্রেমের ধাঁধা
কে জানে শ্যাম ছিলো নিলাজ
না লজ্জাহীনা রাধা
বুঝিনা গাগরী নয় ভাসল যমুনায়
(গাগরী নয় ভাসলো যমুনায়
কালা কেন আসলো পায়ে পায়) – ২
কি জানি কি জানি
বংশীধারীর অন্য পথে থাকতে কোথায় বাধা
কে জানে কে জানে শ্যাম ছিলো নিলাজ
না লজ্জাহীনা রাধা লজ্জাহীনা রাধা
কে জানে শ্যাম ছিলো নিলাজ
না লজ্জাহীনা রাধা
তবে কি নূপুর বাঁশি
দুজনেরই ছিল না কোনো কিছু
লাজের বালাই
(হয় তো হবে গো তাই) – ২
তাই কি বাঁশী যখন বাজত মধুবনে
(বাঁশী যখন বাজতো মধুবনে
রাধা তখন সাজত সে ডাক শুনে) – ২
(কি এমন ক্ষতি হত) – ২
কি এমন ক্ষতি হত থাকত যদি
শূন্য দোলনা বাঁধা
কে জানে কে জানে শ্যাম ছিলো নিলাজ
না লজ্জাহীনা রাধা
(বুঝতে আমি পারিনা) – ২
সেই পরকীয়া প্রেমের ধাঁধা
কে জানে শ্যাম ছিলো নিলাজ
না লজ্জাহীনা রাধা
লজ্জাহীনা রাধা কে জানে
কে জানে শ্যাম ছিলো নিলাজ
না লজ্জাহীনা রাধা