Ke Tui Bol(কে তুই বল) Bangla Lyrics By Arijit Singh
Ke Tui Bol(কে তুই বল) Bangla Lyrics By Arijit Singh
Song : Ke Tui Bol
Vocal : Arijit Singh
Lyrics : Prasen
Movie : Herogiri
Ke Tui Bol Bangla Lyrics
মন আমার তোর কিনারে
হারালো দিন দাহারে
সে তো আর মানছে না রে
এবার ভালোবাসতে আয়
মন আমার তোর কিনারে
হারালো দিন দাহারে
সে তো আর মানছে না রে
এবার ভালোবাসতে আয়
তোর ছায়ার সঙ্গী হবো
দু’হাতে প্রেম কুড়োবো
আমাকে চুপটি করে
মনের কথা বলতে আয়
আমি যেতে পারি
হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে
আমার কপালে জোটে
দারুণ খুশির দল
কে তুই বল?
কে তুই বল?
উড়তে চাওয়ার ইচ্ছে হতেই
এলাম কাছে তোর
পুড়তে বসে তুই তাকালে
মনেরই শহর
একটু দূরেই ডাকছে জীবন
যাচ্ছি চলে তাই
ভাবছি তোকে আঁকছি কতো
রঙিন বাহানায়
যদি মনে ধরে
আমায় সঙ্গে করে
মেঘের মুলুকে চল
তোর কথা ওঠে
আমার কপালে জোটে
দারুণ খুশির দল
কে তুই বল?
কে তুই বল?
তোর আঁচলের গন্ধে আছে
চিনতে পারার সুখ
টানলে কাছে লজ্জাতে তোর
নেমেছে চিবুক
কল্পনাদের আসকারা দিই
ইচ্ছে গাছে জল
অল্প আলো, অল্প ছাঁয়া
গল্প আমায় বল
আমি যেতে পারি
হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে
আমার কপালে জোটে
দারুণ খুশির দল
কে তুই বল?
কে তুই বল?
মন আমার তোর কিনারে
হারালো দিন দাহারে
সে তো আর মানছে না রে
এবার ভালোবাসতে আয়
তোর ছায়ার সঙ্গী হব
দু’হাতে প্রেম কুড়োবো
আমাকে চুপটি করে
মনের কথা বলতে আয়
আমি যেতে পারি
হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে
আমার কপালে জোটে
দারুণ খুশির দল
কে তুই বল?
কে তুই বল?