Ke Tui Bol(কে তুই বল) Bangla Lyrics By Arijit Singh

   

Ke Tui Bol(কে তুই বল) Bangla Lyrics By Arijit Singh 

Song : Ke Tui Bol

Vocal : Arijit Singh 

Lyrics : Prasen

Movie : Herogiri


Ke Tui Bol Bangla Lyrics 

মন আমার তোর কিনারে

হারালো দিন দাহারে

সে তো আর মানছে না রে

এবার ভালোবাসতে আয়

মন আমার তোর কিনারে

হারালো দিন দাহারে

সে তো আর মানছে না রে

এবার ভালোবাসতে আয়

তোর ছায়ার সঙ্গী হবো

দু’হাতে প্রেম কুড়োবো

আমাকে চুপটি করে

মনের কথা বলতে আয়

আমি যেতে পারি

হেসেই পেরোতে পারি

অনেক অনেক অতল

তোর কথা ওঠে

আমার কপালে জোটে

দারুণ খুশির দল

কে তুই বল?

কে তুই বল?

উড়তে চাওয়ার ইচ্ছে হতেই

এলাম কাছে তোর

পুড়তে বসে তুই তাকালে

মনেরই শহর

একটু দূরেই ডাকছে জীবন

যাচ্ছি চলে তাই

ভাবছি তোকে আঁকছি কতো

রঙিন বাহানায়

যদি মনে ধরে

আমায় সঙ্গে করে

মেঘের মুলুকে চল

তোর কথা ওঠে

আমার কপালে জোটে

দারুণ খুশির দল

কে তুই বল?

কে তুই বল?

তোর আঁচলের গন্ধে আছে

চিনতে পারার সুখ

টানলে কাছে লজ্জাতে তোর

নেমেছে চিবুক

কল্পনাদের আসকারা দিই

ইচ্ছে গাছে জল

অল্প আলো, অল্প ছাঁয়া

গল্প আমায় বল

আমি যেতে পারি

হেসেই পেরোতে পারি

অনেক অনেক অতল

তোর কথা ওঠে

আমার কপালে জোটে

দারুণ খুশির দল

কে তুই বল?

কে তুই বল?

মন আমার তোর কিনারে

হারালো দিন দাহারে

সে তো আর মানছে না রে

এবার ভালোবাসতে আয়

তোর ছায়ার সঙ্গী হব

দু’হাতে প্রেম কুড়োবো

আমাকে চুপটি করে

মনের কথা বলতে আয়

আমি যেতে পারি

হেসেই পেরোতে পারি

অনেক অনেক অতল

তোর কথা ওঠে

আমার কপালে জোটে

দারুণ খুশির দল

কে তুই বল?

কে তুই বল?

Ke Tui Bol Bangla Lyrics 

Mon amar tor kinare
Haralo din dahare
Se to r mance re
Ebar valo baste ay
Tor chayar songi hobo
Duhate prem kurobo
Amake cupti kore
Moner kotha bolte ay
Ami jete pari 
Hesei perote pari
Onek onek otol
Tor kotha othe
Amar kopale jote
Darun khushir dol
Ke tui bol.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *