Keno Ajo Mon (কেন আজও মন) Bangla Lyrics By Habib Wahid & Dola Faruque.
Song : Keno Ajo Mon
Vocal : Habib Wahid & Dola Faruque
Lyrics : Amita Karmoker
Label : Habib Wahid
Keno Ajo Mon Bangla Lyrics
তুমি কাছে ছিলে সবই
ছিলো যেন তুমিময়
হারিয়ে খুজে নেবার
মিশে যেন পোড়া হৃদয়
কেন যে বোঝনা
আজও এক দুজনা
কাছে তাই খুজে পাই
হারিয়ে সীমানা
তুমি কাছে ছিলে সবই
ছিলো যেন তুমিময়
হারিয়ে খুজে নেবার
মিশে যেন পোড়া হৃদয়
কেন যে বোঝনা
আজও এক দুজনা
কাছে তাই খুজে পাই
হারিয়ে সীমানা
তোমারই বিহনে তে
মন পোড়ে গোপনে তে
তোমারই মনে তাই
চুপিসারে থেকে যাই
তোমারই বিহনে তে
মন পোড়ে গোপনে তে
তোমারই মনে তাই
চুপিসারে থেকে যাই
অজানা পথ পানে
জানে এই মন জানে
খুজে পাবে আমাকেই
দুটি হাত বাড়ালেই
কেন যে আজ মন
যার খোঁজে সারাক্ষণ
তোমারই ছোয়া পেতে চায়
তুমি কাছে ছিলে সবই
ছিলো যেন তুমিময়
হারিয়ে খুজে নেবার
মিশে যেন পোড়া হৃদয়
কেন যে বোঝনা
আজও এক দুজনা
কাছে তাই খুজে পাই
দারিয়ে সীমানা
বোঝনি আজও হায়
এই মন কি যে চায়
বেধেছি তোমাকে
নিরবে কি মায়ায়
বোঝনি আজও হায়
এই মন কি যে চায়
বেধেছি তোমাকে
নিরবে কি মায়ায়
তোমারই মনেতে
যেন ক্ষনে ক্ষনে
এই আমি নিজেকেই
হারিয়ে খুজে পাই
তোমাকে ভেবে মন
হয় আজও উচাটন
তোমাতে হারাই বারে বার
তুমি কাছে ছিলে সবই
ছিলো যেন তুমিময়
হারিয়ে খুজে নেবার
মিশে যেন পোড়া হৃদয়
কেন যে বোঝনা
আজও এক দুজনা
কাছে তাই খুজে পাই
হারিয়ে সীমানা।।
Keno Ajo Mon Bangla Lyrics
Tumi kache chile sobi
Chilo jeno tumimoy
Hariye khuje nebar
Mishe jeno pora hridoy
Keno je bojhona
Ajo ek dujona
Kache tai khuje pai
Hariye simana
Tomari bihonete
Mon pore goponete
Tomari mone tai
Chupisare theke jai