Keno Phote Keno Kusum Jhore Jay Bangla Song Lyrics By Kazi Nazrul Islam.
Keno Phote Keno Kusum Jhore Jay Bangla Song Lyrics By Kazi Nazrul Islam.
Here We Present You With the song ‘Keno Phote Keno Kusum Jhore Jay’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Manabendra Mukhopadhyay’. Lyrics Written By ‘Kazi Nazrul Islam‘,. Hope You Will Enjoy The Song.
Song : Keno Phote Keno Kusum Jhore Jay
Lyrics : Kazi Nazrul Islam
Singer : Manabendra Mukhopadhyay
Originally Sung by : Bhabani Das
Keno Phote Keno Kusum Jhore Jay Song Lyrics
কেন ফোটে কেন কুসুম ঝরে যায়
মুখের হাসি চোখের জলে নিভে যায়,
কেন ফোটে কেন কুসুম ঝরে যায়।
নিশীথে যে কাঁদিল গলা ধরে
নিশীথে যে কাঁদিল গলা ধরে,
নিশি ভোরে সে কেন যায় সরে যায়
ঝরে যায়..
কেন কুসুম ঝরে যায়, ঝরে যায়, ঝরে যায়
কেন ফোটে কেন কুসুম ঝরে যায়।।
আজ যাহার প্রেম করে গো রাজাধিরাজ
কাল কেন সে চির কাঙাল করে যায়,
আজ যাহার প্রেম করে গো রাজাধিরাজ
কাল কেন সে চির কাঙাল করে যায়,
হায় অভিমান খেলার ছলে
হায় অভিমান খেলার ছলে,
ফিরে সে আসে না যায় যে চলে
মিলন-মালা মলিন ধূলায় ঢেকে যায়।
মুখের হাসি চোখের জলে নিভে যায়
ঝরে যায়..
কেন কুসুম ঝরে যায়, ঝরে যায়, ঝরে যায়
কেন ফোটে কেন কুসুম ঝরে যায়।।