Keno Vengecho Hridoy(কেন ভেঙেছো হৃদয়) Bangla Lyrics By Gogon Sakib.
Song : Keno Vengeso Hridoy
Vocal : Gogon Sakib
Lyrics : Azim Babu
Music : Jami Ul Hasan
Label : Antor Multimedia
Keno Vengeso Hridoy Bangla Lyrics
তুমি ভালোবাসোনি
আমি বুজতে পারিনি
তুমি ভালোবাসোনি
আমি বুজতে পারিনি
সবই ছিলো অভিনয়
যা ধরতে পারিনি
কেন ভেঙেছো হৃদয়
তা মানতে পারিনি
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে হলে এই ওয়েবসাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
তুমি কোন আকাশের রঙিন ঘুড়ি
কার আকাশে উড়ো
উড়ে উড়ে ঘুরে ঘুরে
বুকটা ক্ষতো করো
তুমি কোন আকাশের রঙিন ঘুড়ি
কার আকাশে উড়ো
উড়ে উড়ে ঘুরে ঘুরে
বুকটা ক্ষতো করো
কার বা’ সাথে সাজাও বাসর
নতুন সুখে ডুবে
আমি একা মরছি তোমার
কষ্ট চেপে বুকে
কার বা’ সাথে সাজাও বাসর
নতুন সুখে ডুবে
আমি একা মরছি তোমার
কষ্ট চেপে বুকে
তুমি আমায় ভুলেছো
আমি তোমায় ভুলিনি
তুমি আমায় ভুলেছো
আমি তোমায় ভুলিনি
কেনো করেছো এমন
তা জানতে পারিনি
তুমি কোন আকাশের রঙিন ঘুড়ি
কার আকাশে উড়ো
উড়ে উড়ে ঘুরে ঘুরে
বুকটা ক্ষতো করো
তুমি কোন আকাশের রঙিন ঘুড়ি
কার আকাশে উড়ো
উড়ে উড়ে ঘুরে ঘুরে
বুকটা ক্ষতো করো
রঙে ঢঙে উড়ো তুমি
কার আকাশ টা জুড়ে
আমি এখন জ্বলছি তোমার
প্রেম অনলে পুড়ে
রঙে ঢঙে উড়ো তুমি
কার আকাশ টা জুড়ে
আমি এখন জ্বলছি তোমার
প্রেম অনলে পুড়ে
তুমি আমায় ভুলেছো
আমি তোমায় ভুলিনি
তুমি আমায় ভুলেছো
আমি তোমায় ভুলিনি
তুমি ভেঙেছো এ মন
যা সইতে পারিনি
তুমি কোন আকাশের রঙিন ঘুড়ি
কার আকাশে উড়ো
উড়ে উড়ে ঘুরে ঘুরে
বুকটা ক্ষতো করো
তুমি কোন আকাশের রঙিন ঘুড়ি
কার আকাশে উড়ো
উড়ে উড়ে ঘুরে ঘুরে
বুকটা ক্ষতো করো।।
Keno Vengeso Hridoy Bangla Lyrics
Tumi valobasoni
Ami bujhte parini
Tumi valobasoni
Ami bujhte parini
Sobi chilo ovinoy
Ja dhorte parini
Keno bhengecho hridoy
Ta mante parini
Tumi kon akaser rongin ghuri
Kar akashe uro
Ure ure ghure ghure
Bukta khoto koro.
I found some nice information from your post. Thank you very much. portable oxygen concentrator price in bd