Keu Bolche (কেউ বলেছে) Bangla Lyrics By Srikanto Acharya.

 Keu Bolche (কেউ বলেছে) Bangla Lyrics By Srikanto Acharya.

Keu Bolche (কেউ বলেছে) Bangla Lyrics By Srikanto Acharya.

Song: Keu Bolche

Singer: Srikanto Acharya

Album: Bristi Tomake Dilam

Music: Kazi Kamal Naser

Lyrics: Kazi Kamal Naser

Keu Bolche Lyrics In Bengali

কেউ বলছে কিছু বলছে 

কেউ মন দিয়ে সব শুনছে,

কেউ নিঝুম রাতে নিশ্চুপ হয়ে 

আকাশের তারা গুনছে। 

কেউ বলছে কিছু বলছে 

কেউ মন দিয়ে সব শুনছে,

কেউ নিঝুম রাতে নিশ্চুপ হয়ে 

আকাশের তারা গুনছে।

কেউ হারিয়ে যাচ্ছে হতাশায়

কেউ দুচোখে সপ্ন বুনছে,

কেউ নিঝুম রাতে নিশ্চুপ হয়ে 

আকাশের তারা গুনছে। 

কেউ আসছে কাছে আসছে 

আর প্রান দিয়ে ভালবাসছে। 

কেউ আসছে কাছে আসছে 

আর প্রান দিয়ে ভালবাসছে,

কেউ হিংসের কানা গলি বেয়ে 

ক্রমে দূরে দূরে সরে যাচ্ছে,

কেউ হিংসের কানা গলি বেয়ে 

ক্রমে দূরে দূরে সরে যাচ্ছে।

কেউ ভাবছে শুধু ভাবছে 

কিছু বলবো বলবো করছে,

কেউ বলতে না পারা যন্ত্রনা নিয়ে 

গুমরে গুমরে মরছে। 

কেউ ভাঙছে কেউ গড়ছে 

যত সম্পর্কের সূত্র,

কেউ ভাঙছে কেউ গড়ছে 

যত সম্পর্কের সূত্র,

কেউ দেখছে চোখে সর্ষের ফুল 

কেউ বা দেখছে ধুতরো,

কেউ দেখছে চোখে সর্ষের ফুল 

কেউ বা দেখছে ধুতরো। 

কেউ রাখছে লিখে রাখছে 

যত হিসেবের পাপ পুণ্য,

কেউ রাখছে লিখে রাখছে 

যত হিসেবের পাপ পুণ্য,

কেউ দিচ্ছে মিল দিচ্ছে 

সেই পুণ্যের সাথে শূন্য,

কেউ দিচ্ছে মিল দিচ্ছে 

সেই পুণ্যের সাথে শূন্য। 

কেউ খাচ্ছে মার খাচ্ছে 

কেউ মার খেতে খেতে জাগছে,

কেউ বিক্ষোভে ফেটে পড়বার আগে 

একটু একটু রাগছে। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *