Keu Ki Jane(কেউ কি জানে) Bangla Lyrics By Tahsin। Sorry Bindu Drama। Apurbo
Song : Keu Ki Jane
Vocal : Tahsin Ahmed
Lyrics : Ahmed Risvy
Tune : Ahmmed Humayun
Label : Sultan Entertainment
Keu Ki Jane Bangla Lyrics
কেউ কি জানে
কেউ কি বোঝে
কখন হৃদয় হাসে কাদে
তোমার আমার, আমার তোমার
বুকের ভিতর জ্যোৎস্না জলে
কখন জলে, জলে কখন
কেউ কি জানে,কেউ কি বোঝে
কেউ কি জানে,কেউ কি বোঝে
কখন কোথায় সন্ধ্যা দাঁড়ায়
পথ হারালো পথের ভিড়ে
আকাশ কেন বদলে গেল
এক নিমিষেই হটাৎ করে
কোন সে হাওয়া দূর বিবাগে
পাল্টে গেল মনের আদল
কেউ কি জানে, কেউ কি বোঝে
কেউ কি জানে, কেউ কি বোঝে
কাল বৈশাখী ঝড় যে ওঠে
হটাৎ কেন মনের নীড়ে
একলা পথে চোখের কোনে
কোন সে ব্যথায় অশ্রু ঝরে
হটাৎ কেন বদলোহি রয়
সপ্ন দেখে নতুন ভোরের
কেউ কি জানে, কেউ কি বোঝে
কেউ কি জানে, কেউ কি বোঝে
কেউ কি জানে
কেউ কি বোঝে
কখন হৃদয় হাসে কাদে
তোমার আমার, আমার তোমার
বুকের ভিতর জ্যোৎস্না জলে
কখন জলে, জলে কখন
কেউ কি জানে,কেউ কি বোঝে
কেউ কি জানে,কেউ কি বোঝে।।
Keu Ki Jane Bangla Lyrics
Keu ki jane
Keu ki bojhe
Kokhon hridoy hase kade
Tomar amar, amar tomar
Buker vitor josna jole
Kokhon jole, jole kokhon
Keu ki bojhe, keu ki jane