Keu Na Januk(কেউ না জানুক) Bangla Lyrics By Tahsan
Song : Keu Na Januk
Vocal : Tahsan
Lyrics : Robiul Islam Jibon
Tune : Imran Mahmudul
Album : Mon Karigor
Label : CD Choice
Keu Na Januk Bangla Lyrics
স্বপ্নের বালুকায় , কেউ কি পা লুকায় ,
যদি না সে ভেজা দিন ,
ইচ্ছে হিমালয় , হয়না কভু ক্ষয় ,
হৃদয়ে থাকে অমলিন ।
কিছু স্বপ্ন , কিছু ইচ্ছে
এই আমায় টেনে নিচ্ছে ,
তোমার কাছে বারেবার।।
কেউ না জানুক আমি তো জানি
আমি তোমার
কেউ না জানুক তুমি তো জানো
তুমি আমার
কেউ না জানুক আমি তো জানি
আমি তোমার
কেউ না জানুক তুমি তো জানো
তুমি আমার
সব লেনাদেনা হয় না কভু শেষ ,
আজীবন কিছু কিছুর থেকে যায় রেশ
সব লেনাদেনা হয় না কভু শেষ ,
আজীবন কিছু কিছুর থেকে যায় রেশ
ভালোবাসা ফুরায় না ,
প্রেম কভু হারায় না ,
অনুভবে থাকে যার যার।
কেউ না জানুক আমি তো জানি
আমি তোমার
কেউ না জানুক তুমি তো জানো
তুমি আমার
কেউ না জানুক আমি তো জানি
আমি তোমার
কেউ না জানুক তুমি তো জানো
তুমি আমার
সব জানাশোনার লাগেনা পরিচয়,
দূর থেকে কারো কারো ছায়া কথা কয়
সব জানাশোনার লাগেনা পরিচয়,
দূর থেকে কারো কারো ছায়া কথা কয়
ভালোবাসা ফুরায় না ,
প্রেম কভু হারায় না ,
অনুভবে থাকে যার যার।
কেউ না জানুক আমি তো জানি
আমি তোমার
কেউ না জানুক তুমি তো জানো
তুমি আমার
কেউ না জানুক আমি তো জানি
আমি তোমার
কেউ না জানুক তুমি তো জানো
তুমি আমার
স্বপ্নের বালুকায় , কেউ কি পা লুকায় ,
যদি না সে ভেজা দিন ,
ইচ্ছে হিমালয় , হয়না কভু ক্ষয় ,
হৃদয়ে থাকে অমলিন ।
কিছু স্বপ্ন , কিছু ইচ্ছে
এই আমায় টেনে নিচ্ছে ,
তোমার কাছে বারেবার
কেউ না জানুক আমি তো জানি
আমি তোমার
কেউ না জানুক তুমি তো জানো
তুমি আমার
কেউ না জানুক আমি তো জানি
আমি তোমার
কেউ না জানুক তুমি তো জানো
তুমি আমার।।
Keu Na Januk Bangla Lyrics
Sopner balukay keu ki pa lukay
Jodi na se veja din
Icche himaloy hoyna kobhu khoy
Hridoye thake omolin
Kichu sopno, kichu icche
Ei amay tene nicche
Tomar kache barebar