Khacar Pakhi Ural Dile (খাচার পাখি উড়াল দিলে) Bangla Lyrics By Dipro Barua.
Khachar Pakhi Ural Dile (খাচার পাখি উড়াল দিলে) Bangla Lyrics By Dipro Barua.
Song : Khachar Pakhi Ural Dile
Vocal : Dipro Barua & Durjoy Barua
Lyrics : Dipro Barua
Label : Nagorik Music
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
Khachar Pakhi Ural Dile Bangla Lyrics
আমায় সকল আশা দিয়া ময়না
হটাৎ চইলা গেল
খাচার পাখি উড়াল দিলে
বাসবো কারে ভালো
আমায় সকল আশা দিয়া ময়না
হটাৎ চইলা গেল
খাচার পাখি উড়াল দিলে
বাসবো কারে ভালো
মাঝে মাঝে সপনেতে
তোরে যখন দেখি
ভালোবাসার পাখিটারে
তবুও কেন খুজি
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েব সাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
মাঝে মাঝে সপনেতে
তোরে যখন দেখি
ভালোবাসার পাখিটারে
তবুও কেন খুজি
আমায় সকল আশা দিয়া ময়না
হটাৎ চইলা গেল
খাচার পাখি উড়াল দিলে
বাসবো কারে ভালো
আমায় সকল আশা দিয়া ময়না
হটাৎ চইলা গেল
খাচার পাখি উড়াল দিলে
বাসবো কারে ভালো
অনেক বিসাস কইরা ময়নার
দিলাম খাচা খুলি
মায়াতে কাফন পরাইয়া
ফিরে না তুই এলি
অনেক বিসাস কইরা ময়নার
দিলাম খাচা খুলি
মায়াতে কাফন পরাইয়া
ফিরে না তুই এলি
আমায় সকল আশা দিয়া ময়না
হটাৎ চইলা গেল
খাচার পাখি উড়াল দিলে
বাসবো কারে ভালো
আমায় সকল আশা দিয়া ময়না
হটাৎ চইলা গেল
খাচার পাখি উড়াল দিলে
বাসবো কারে ভালো।।
Khachar Pakhi Ural Dile Bangla Lyrics
Amay sokol asha diya moyna
Hotat coila gelo
Khachar pakhi ural dile
Bashbo kare valo
Majhe majhe soponete
Tore jokhon dekhi
Valobasar pakhitare
Tobu keno khuji