Khelbo Holi Tomar Sathe Bangla Lyrics By Kumar Sanu and Sushama Shrestha Purnima.

 Khelbo Holi Tomar Sathe Bangla Lyrics By Kumar Sanu and Sushama Shrestha Purnima.

Khelbo Holi Tomar Sathe Bangla Lyrics By Kumar Sanu and Sushama Shrestha Purnima.

সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Khelbo Holi Tomar Sathe ( খেলবো হোলি তোমার সাথে) গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Khelbo Holi Tomar Sathe ( খেলবো হোলি তোমার সাথে) গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Khelbo Holi Tomar Sathe ( খেলবো হোলি তোমার সাথে) গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

Movie / Album :  Criminal

Song Name :  Khelbo Holi Tomar Sathe

গান :  খেলবো হোলি তোমার সাথে

Singer(s) :  Kumar Sanu and Sushama Shrestha Purnima

Tune / Music :  Anupam Dutta

Lyricist :  Goutam Sushmit

Music Label :  Eskay

Star Cast :  Prasenjit Chatterjee, Rachana Banerjee

Release On :  2005-01-01

Khelbo Holi Tomar Sathe Lyrics in Bengali

(খেলবো হোলি তোমার সাথে এলো হোলির দিন) – ২

আকাশ বাতাস আবীর মেখে হয়েছে রঙিন

(এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন) – ২

আগুন নিয়ে খেলা করাই যে মানুষের কাজ

মানায় না তো তাকে যে আর এই প্রেমেরই সাজ

ও দুঃখ ভুলে এসো নাচি তাক ধিনাধিন ধিন

খুশির রঙে বরণ করি বসন্তের এই দিন 

হে খেলবো হোলী তোমার সাথে এলো হোলীর দিন 

আকাশ বাতাস আবীর মেখে হয়েছে রঙিন 

(এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন) – ২

(আরে কোন ভরসায় বাসবো ভালো বলো না এখন

আমার মরণ আছে ছায়ার মত এই তো জীবন ) – ২

ও সব ভুলে রঙীন ছায়ায় অঙ্গ ভিজিয়ে

এসেছি তোমার কাছে 

এত আশা ভালবাসা আমায় দিওনা

জেনে শুনে কাঁটার মুকুট মাথায় পরো না

হে খেলবো হোলী তোমার সাথে এলো হোলীর দিন 

আকাশ বাতাস আবীর মেখে হয়েছে রঙিন 

(এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন) – ২

(আবীরেতে দাও রাঙিয়ে সোহাগে করে

আরে চাইনা আমি ফুলের জীবন মরুক জ্বলে পুড়ে ) – ২

এলাম আমি মনের রঙে তোমায় রাঙাতে

এসোনা ধরা দিতে 

দূরে দূরে থাকাই ভালো নইলে তোমার মন

সর্বনাশের নেশায় পাগল হবে যে এখন

দুঃখ ভুলে এসো নাচি তাক ধিনা ধিন ধিন

খুশির রঙে বরণ করি বসন্তের এই দিন 

হে খেলবো হোলী তোমার সাথে এলো হোলীর দিন 

আকাশ বাতাস আবীর মেখে হয়েছে রঙিন 

(এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন) – ২

(আগুন নিয়ে খেলা করাই যে মানুষের কাজ 

মানায় না তো তাকে যে আর এই প্রেমেরই সাজ) – ৩

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *