Khobor Diyo Hothat Kanna Pele Bangla Lyrics By Joy Sarkar.

Khobor Diyo Hothat Kanna Pele Bangla Lyrics By Joy Sarkar.

Khobor Diyo Hothat Kanna Pele Bangla Lyrics By Joy Sarkar.

Song: Khobor Diyo Hothat Kanna Pele

Singer: Joy Sarkar

Lyrics: Rajib Chakraborty & Anirban Ganguly

Composed by: Joy Sarkar

Mixing & Mastering: Goutam Basu, Studio Vibrations

Khobor Diyo Hothat Kanna Pele Song Lyrics 

দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত

এমন একটা নাছোড়বান্দা ছেলে,

দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত

এমন একটা নাছোড়বান্দা ছেলে,

সুখের দিনে নাই বা পেলে পাশে

খবর দিও হঠাৎ কান্না পেলে।

দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত

এমন একটা নাছোড়বান্দা ছেলে,

সুখের দিনে নাই বা পেলে পাশে

খবর দিও হঠাৎ কান্না পেলে।

তোমার খবর ভুল ঠিকানায় চিঠি

তোমার খবর গেরোস্থালির গান,

কেমন আছো? আগেও যেমন ছিলে?

বৃষ্টি ভেজা এক জীবনের স্নান।

এক জীবনের বৃষ্টি দিয়ে তুমি

সারাজীবন ভিজিয়ে দিয়ে গেলে,

এক জীবনের বৃষ্টি দিয়ে তুমি

সারা জীবন ভিজিয়ে দিয়ে গেলে,

মেঘলা দিনে নাই বা পেলে পাশে,

খবর দিও হঠাৎ কান্না পেলে।

হাতের পাতায় ভুলের বসত বাটী

দূরের তারায় আকাশ ধোয়া জল,

মিথ্যে সুখে তোমার পরিপাটি

বেঁচে থাকার এই টুকু সম্বল।

হয়তো আমি ধূসর কোনো আলো

অনাদরে ভাসিয়ে দিয়ে গেলে,

হয়তো আমি ধূসর কোনো আলো

অনাদরে ভাসিয়ে দিয়ে গেলে,

মেঘলা দিনে নাই বা পেলে পাশে,

খবর দিও হঠাৎ কান্না পেলে।

মেঘলা দিনে নাই বা পেলে পাশে,

খবর দিও হঠাৎ কান্না পেলে।

খবর দিও হঠাৎ কান্না পেলে।

খবর দিও হঠাৎ কান্না পেলে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *