Khoto (ক্ষত) Bangla Lyrics By Rasheed Sharif Shoaib.

 Khoto (ক্ষত) Bangla Lyrics By Rasheed Sharif Shoaib.

Khoto (ক্ষত) Bangla Lyrics By Rasheed Sharif Shoaib.

Song : Khoto 

Vocal, Music : Rasheed Sharif Shoaib

Lyrics : Umme Rayhana

Record Label: Studio Cowbell

Khoto Song Lyrics In Bengali 

অনেক অনেক দেয়াল থেকে 

পিছলে পড়ে শেওলা আলো,

অনেক অনেক বদ্ধ ঘরে

দুপুর রোদে রাত নামালো। 

ও ও… লা লা লা …

অনেক অনেক দেয়াল থেকে 

পিছলে পড়ে শেওলা আলো,

অনেক অনেক বদ্ধ ঘরে

দুপুর রোদে রাত নামালো। 

বেশ কিছু বই পড়তে হবে 

জমছে র‍্যাকে ধুলোর মত,

বেশ কিছু দাগ দুলছে বুকে

আড়াল করে গভীর ক্ষত,

গভীর ক্ষত। 

অল্প কটা ঝাপসা বাতি

কাঁপতে থাকে কাঁচ জানালায়,

অল্প কটা রাত্রি কাটে 

ঘুমের মত ঘোর কুয়াশায়,

ঘোর কুয়াশায়। 

একটা মাত্র জীবন তবু 

রোজ চলে যায় ঝড়ের গতি,

একটা বিকেল ক্লান্তি ভোলায় 

স্নানের ঘরে … প্রজাপতি

স্নানের ঘরে প্রজাপতি …

অনেক অনেক দেয়াল থেকে 

পিছলে পড়ে শেওলা আলো,

অনেক অনেক বদ্ধ ঘরে

দুপুর রোদে রাত নামালো। 

বেশ কিছু বই পড়তে হবে 

জমছে র‍্যাকে ধুলোর মত,

বেশ কিছু দাগ দুলছে বুকে

আড়াল করে গভীর ক্ষত,

গভীর ক্ষত, লা লা লা…

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *