Khub Eka(খুব একা) Bangla Lyrics Tumi Jodi Bolo By Nirjo Habib

Khub Eka(খুব একা) Bangla Lyrics Tumi Jodi Bolo By Nirjo Habib

Song : Khub Eka

Vocal : Nirjo Habib 

Lyrics : Sirajum Munir 

Music : Nasif Oni

Label : Eagle Music  Video 

Khub Eka Bangla Lyrics 

বলা না বলার ভাষা খুঁজে

পাইনি আমি আজো বুঝে

হচ্ছে গতিহীন ইচ্ছেগুলো সব

সম্ভাবনা শুরুতেই।

কেন এতোটা দ্বিধায় এ মন

নেই কী তবে কিছু প্রয়োজন

চলেছি পথে কী অকারণ

খুব একা, খুব একা… অসময়।

প্রশ্নগুলো অতীত অযাচিত

গুছিয়ে নেবার পথে বাঁধা

এগিয়ে কিছু পথ থেমে যাওয়ায়

যাচ্ছে হারিয়ে সব অধিকার।

কেন এতোটা দ্বিধায় এ মন

নেই কী তবে কিছু প্রয়োজন

চলেছি পথে কী অকারণ

খুব একা, খুব একা… অসময়।

একটু দূরে দাঁড়িয়ে ঠায়

পুরোটাই তোমার হওয়া যায়

কাছে এলে হারিয়ে যায়

হয়না ছোঁয়া অজানা বাঁধায়,

তোমায়।

কেন এতোটা দ্বিধায় এ মন

নেই কী তবে কিছু প্রয়োজন

চলেছি পথে কী অকারণ

খুব একা, খুব একা… অসময়।

Khub Eka Bangla Lyrics

Bola Na Bolar Vasha Khuje

Paini Ami Aajo Bujhe

Hocche gotiheen icche gulo shob

Sombhabona surutei..

Keno etota didha e mon

Nei ki tobe kichu proyojon

Cholechi pothe Ki okaron

Khub Eka, Khub Eka.. Oshomoy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *