Ki Jatonay Radhar Ontor Bangla Lyrics By Jayanti Mondal Das.
Ki Jatonay Radhar Ontor Bangla Lyrics By Jayanti Mondal Das.
Song : Ki Jatonay Radhar Ontor
Singer : Jayanti Mondal Das
Lyrics : Krishnendu Bhowmik
Music And Arranger : Santu Das
Camera : Babu Das
Edit : Gopal Mondal
Music Label : RS MusiC
Ki Jatonay Radhar Ontor Song Lyrics In Bengali
কি যাতনায় রাধার অন্তর
পোড়ে প্রেমানলে,
শ্যাম ছাড়া রাধার অন্তর
কৃষ্ণ কৃষ্ণ বলে।
কি যাতনায় রাধার অন্তর
পোড়ে প্রেমানলে,
শ্যাম ছাড়া রাধার অন্তর
কৃষ্ণ কৃষ্ণ বলে,
শ্যাম ছাড়া রাধার অন্তর
কৃষ্ণ কৃষ্ণ বলে।।
রাধার চেয়ে শ্যাম কে তো
ভালোবাসবে কে আর,
মনে শ্যাম প্রাণে শ্যাম
শ্যাম যে মনে রাধার।
দিবানিশি রাধা আমার
দিবানিশি রাধা আমার
দ্বিধা দ্বন্দে জ্বলে,
শ্যাম ছাড়া রাধার অন্তর
কৃষ্ণ কৃষ্ণ বলে,
শ্যাম ছাড়া রাধার অন্তর
কৃষ্ণ কৃষ্ণ বলে।।
কৃষ্ণেন্দু কয় রাধে রাধে
বলে ব্রজবাসী,
শেষের দিনেও তাদের মুখে
লেগে থাকে হাসি।
জয়ন্তী কয় রাধে রাধে
বলে ব্রজবাসী,
শেষের দিনেও তাদের মুখে
লেগে থাকে হাসি।
জানি তারা রাধায় পেলে
জানি তারা রাধায় পেলে
শ্যাম কে যে মেলে,
শ্যাম ছাড়া রাধার অন্তর
কৃষ্ণ কৃষ্ণ বলে,
শ্যাম ছাড়া রাধার অন্তর
কৃষ্ণ কৃষ্ণ বলে।
কি যাতনায় রাধার অন্তর
পোড়ে প্রেমানলে,
শ্যাম ছাড়া রাধার অন্তর
কৃষ্ণ কৃষ্ণ বলে,
শ্যাম ছাড়া রাধার অন্তর
কৃষ্ণ কৃষ্ণ বলে।।