Ki Kore Bojhai( কি করে বোঝাই) Bangla Lyrics By Niloy Khan। Life Is Beautiful Drama।

Ki Kore Bojhai( কি করে বোঝাই) Bangla Lyrics By Niloy Khan। Life Is Beautiful Drama। 

Song : Ki Kore Bojhai 

Vocal : Niloy Khan and Niam Sen

Album : Irsha

Lyrics : Tanjib Sourov

Tune : Piran Khan

Music : Piran Khan

Label : CMV

Ki Kore Bojhai Bangla Lyrics 

দু’চোখের 

মাঝে স্বপ্ন হয়ে

ছুয়ে যাও তুমি 

আবার এ হৃদয় 

চোখ মেলে যদি 

না পাই কাছে 

থেমে যায় সবই

পেয়ে হারানো ভয়

কি করে বুঝাই তোমায় 

এই মন আজ তোমাকে চায়

মিশে আছো তুমি 

আমার সব ভাবনায় 

কি করে বুঝাই তোমায় 

এই মন আজ তোমাকে চায়

মিশে আছো তুমি 

আমার সব ভাবনায়

আজ তুমি নাই পাশে 

তবুও আমি কাছে না 

তোমার ছবি দেখেও 

তবুও আমি ভাবছি না 

সৃতি গুলো আজ শুধুই 

সৃতি হয়ে থাক না

তুমি আর কেদনা 

আমায় ফিরে পাবে না

আধারের নিস্তব্ধ তা 

বুঝে যাই শুধু তোমায় 

দু হাত ধরে বলছি তোমায় 

ফিরে আস মনের কল্পনায় 

কি করে বুঝাই তোমায় 

এই মন আজ তোমাকে চায় 

মিশে আছো তুমি 

আমার সব ভাবনায় 

দু-চোখ এর আড়াল 

হলে কেন এত ভয় 

ভালোবাসা কি মিছে খেলা 

সবকিছু কি অভিনয় 

কি করে বুঝাই তোমায় 

এই মন আজ তোমাকে চায় 

মিশে আছো তুমি 

আমার সব ভাবনায় 

কি করে বুঝাই তোমায় 

এই মন আজ তোমাকে চায়

মিশে আছো তুমি 

আমার সব ভাবনায়।।

Ki Kore Bojhai Bangla Lyrics

Duchoker majha 

sopno hoya

Chuay gaoy tumi 

aber a ridoy

Chok mala jodi 

na pai kacha

Thema jay sobi 

Peyao harano voy 

Ki kora bujhai tomey 

ei mon aj tomake chay

Misa acho tumi 

Amer sob vabonay 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *