Ki Kore Bolbo Toke(কি করে বলবো তোকে) Title Song Bangla Lyrics By Avraal Sahir
Ki Kore Bolbo Toke(কি করে বলবো তোকে) Title Song Bangla Lyrics By Avraal Sahir
Song : Ki Kore Bolbo Toke
Vocal : Avraal Sahir And Ankita Bhattacharyya
Lyrics : M A Alam Shuvo
Tune : Avraal Sahir
Label : Sultan Entertainment
Dhdh
Ki Kore Bolbo Toke Bangla Lyrics
লাগছে মনে এমন কেন
টানছে আমায় কেউ যেন
চোখে চোখে কথা ভেসে যায়
যতনে রাখা প্রিয় প্রহর
আমি করে দেব তোর
কেন থাকে মন তোর টানায়
বলতে গিয়ে ফিরে আসি
লজ্যায় মুছকি হাসি
কাটে না যে দিধা
কি করে বলব তোকে
চাইছে মন কতটা
ভালোবেসে আয়না কাছে
আসা যায় যতটা
কি করে বলব তোকে
চাইছে মন কতটা
ভালোবেসে আয়না কাছে
আসা যায় যতটা
এভাবে কাছে তুই এলি
ভাসালি প্রেমের নাম
ভাবতে ভাবতে যেন আমার
ভাবনা গুলো উধাউ
এভাবে কাছে তুই এলি
ভাসালি প্রেমের নাম
ভাবতে ভাবতে যেন আমার
ভাবনা গুলো উধাউ
দেখে তোর অবুঝ হাসি
ভুলেছি পথের দিক
মিশোনা শুধু তুই
জানিনা ভুল কি বা ঠিক
বলতে গিয়ে ফিরে আসি
লজ্যায় মুছকি হাসি
কাটে না যে দিধা
কি করে বলব তোকে
চাইছে মন কতটা
ভালোবেসে আয়না কাছে
আসা যায় যতটা
কি করে বলব তোকে
চাইছে মন কতটা
ভালোবেসে আয়না কাছে
আসা যায় যতটা
লাগছে মনে এমন কেন
টানছে আমায় কেউ যেন
চোখে চোখে কথা ভেসে যায়
যতনে রাখা প্রিয় প্রহর
আমি করে দেব তোর
কেন থাকে মন তোর টানায়
বলতে গিয়ে ফিরে আসি
লজ্যায় মুছকি হাসি
কাটে না যে দিধা
কি করে বলব তোকে
চাইছে মন কতটা
ভালোবেসে আয়না কাছে
আসা যায় যতটা।।
Ki Kore Bolbo Toke Bangla Lyrics
Lagche mone emon keno
Tanche amay keu jeno
Chokhe chokhe kotha vese jay
Jotone rakha priyo prohor
Ami kore debo tor
Keno thake mon tor tanay
Bolte giye fire asi
Lojjay muski hasi
Kate na je didha