Kichu Kichu Phone ( কিছু কিছু ফোনে) Bangla Lyrics By Sukdeb Sutradhar.
Kichu Kichu Phone ( কিছু কিছু ফোনে) Bangla Lyrics By Sukdeb Sutradhar.
Song: Kichu Kichu Phone – কিছু কিছু ফোনে
Vocal: Sukdeb Sutradhar
Lyric: Arthik Sazib & AR Rahman
Tune: Sukdeb & Jolsha
Music: BH Parvez
Mix: Provat Tonoy
Recording Studio: B+ Studios
Label: Prank King Entertainment
Kichu Kichu Phone Lyrics in Bengali
কিছু কিছু ফোনে
আর কল না গেলেও
কে কোথায় তোরা
খুব জানতে ইচ্ছে হয়
কিছু কিছু স্মৃতি
আর অশ্রু ভেজা চোখে
তবু কে কোথায় তোরা
খুব জানতে ইচ্ছে হয়
বন্ধু তোদের খুব দেখতে
দেখতে ইচ্ছে হয়
বন্ধু তোদের খুব দেখতে
দেখতে ইচ্ছে হয়
কিছু কিছু ভুল অকারণে জেদ
অভিমানের মোড়কে
ভেঙে গেছে কাঁচ দুরুত্ব
আজ হয়েছে বিভেদ
তবু মনেপড়ে বন্ধু তোকে
আই ফিরে আয় ছুঁটে
বন্ধু তোদের খুব
দেখতে দেখতে ইচ্ছে হয়
বন্ধু তোদের খুব
দেখতে দেখতে ইচ্ছে হয়