Kolija ar Jaan ( কলিজা আর জান) Bangla Lyrics By Dilshad Nahar Kona.
Kolija ar Jaan ( কলিজা আর জান) Bangla Lyrics By Dilshad Nahar Kona.
Here We Present You With the song ‘Kolija ar Jaan’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Dilshad Nahar Kona’. Lyrics Written By ‘Rasel Mahmud‘, Music Given By ‘Arafat Mohsin’. This song published on Alpha-i Studios & Chorki YouTube channel. Hope You Will Enjoy The Song.
Song : Kolija ar Jaan
Singer : Dilshad Nahar Kona
Lyrics : Rasel Mahmud & Arafat Mohsin
Music Arrangement & Composer : Arafat Mohsin
Director : Raihan Rafi
Producer : Shahriar Shakil & Redoan Rony
Production : Alpha-i Studios & Chorki
Kolija ar Jaan Song Lyrics
সামনে-পিছে ডাইনে-বামে
কী চায় এই মন কেউ কি জানে?
আরে সামনে-পিছে ডাইনে-বামে
কী চায় এই মন কেউ কি জানে?
কোথায় শান্তি, সুখ যে কিসে?
শুইনা যা আজ নাচে গানে।
না না না সব দিবি বইলা পারবি না পটাইতে
হাসি পায়, পায় হাসি তোদের মিঠা কথাতে,
ছলনা, সবই যে ছলনা বাহানা
করি না আজাইরা প্রেম আর করি না,
ও টাকা তুই আমার কলিজা আর জান
ও টাকা তুই আমার কলিজা আর জান।
ভালোবাসা নাই এই আজব দুনিয়ায়
টাকা থাকলে নাই টেনশান,
ছেঁড়া পকেটে স্বপ্ন দেখাইস না আর
লাগবে গাড়ি বাড়ি ম্যানসান।
হা, ভালোবাসা নাই এই আজব দুনিয়ায়
টাকা থাকলে নাই টেনশান,
ছেঁড়া পকেটে স্বপ্ন দেখাইস না আর
লাগবে গাড়ি বাড়ি ম্যানসান।
না না না সব দিবি বইলা পারবি না পটাইতে
হাসি পায়, পায় হাসি তোদের মিঠা কথাতে,
ছলনা, সবই যে ছলনা বাহানা
করি না আজাইরা প্রেম আর করি না..
ও টাকা তুই আমার কলিজা আর জান
ও টাকা তুই আমার কলিজা আর জান।
ও টাকা তুই আমার কলিজা আর জান,
ও টাকা তুই আমার আসমানেরই চান,
ও টাকা তোর জন্য করে মন আনচান,
ও টাকা.. ও টাকা তুই আমার কলিজা আর জান।