Kolija Chera(কলিজা ছেড়া) Bangla Lyrics By SK Prakash

Kolija Chera(কলিজা ছেড়া) Bangla Lyrics By SK Prakash

Song : Kolija Chera 

Vocal : SK Prakash

Lyrics : Mim Islam 

Label : Gang Star Express BD

 

Kolija Chera Bangla Lyrics 

ভালোবাসার মানুষরে তুই,

 আমার আপনজন

চাইলে তোরে দেবো আমার, 

মনের সিংহাসন, 

মিথ্যে নয়রে সত্যি কিনা

যাচাই কইরা দেইখা জানা,

মিথ্যে নয়রে সত্যি কিনা

যাচাই কইরা দেইখা জানা

তোর জন্য বুকের ভিতর, 

পাহার সমান মায়া।

আমার বুকের ভিতর কলিজাটা ছিড়া

বন্ধুরে তুই কই গেলি পালাইয়া,

আমার বুকের ভিতর কলিজাটা ছিড়া

বন্ধুরে তুই কই গেলি পালাইয়া,

পথে পথে ঘুরি আমি, 

দেখিনা তোর ছায়া

কোথায় গেলে পাবো আমি 

বন্ধুরে তোর মায়া,

পথে পথে ঘুরি আমি, 

দেখিনা তোর ছায়া

কোথায় গেলে পাবো আমি 

বন্ধুরে তোর মায়া,

দূরে দূরে থাকিস না

একটু কাছে আয়না,

দূরে দূরে থাকিস না

একটু কাছে আয়না,

তোরে ছাড়া মনটা

আমার কিছু বোঝেনা,

আমার বুকের ভিতর কলিজাটা ছিড়া

বন্ধুরে তুই কই গেলি পালাইয়া,

আমার বুকের ভিতর কলিজাটা ছিড়া

বন্ধুরে তুই কই গেলি পালাইয়া,

শূন্য করে গেলি আমায়,

নেইতো কিছু আজ,

তোর দেওয়া কস্টগুলা

হইলো রে দিনরাত, 

আমার আকাশ মেঘে ঢাকা

তোর আকাশে চাঁদ,

আমার আকাশ মেঘে ঢাকা

তোর আকাশে চাঁদ,

জ্যোৎস্না ভরা আলো নিয়ে

তুই বন্ধু থাক

আমার বুকের ভিতর কলিজাটা ছিড়া

বন্ধুরে তুই কই গেলি পালাইয়া,

আমার বুকের ভিতর কলিজাটা ছিড়া

বন্ধুরে তুই কই গেলি পালাইয়া,

তোর আকাশে তারা হয়ে 

জলবো না আর আমি,

ভালোবাসার নামে তুই

করলিরে বেইমানি, 

তোর আকাশে তারা হয়ে 

জলবো না আর আমি,

ভালোবাসার নামে তুই

করলিরে বেইমানি, 

আমার আকাশ মেঘে ঢাকা

তোর আকাশে চাঁদ,

আমার আকাশ মেঘে ঢাকা

তোর আকাশে চাঁদ,

জ্যোৎস্না ভরা আলো নিয়ে

তুই বন্ধু থাক

আমার বুকের ভিতর কলিজাটা ছিড়া

বন্ধুরে তুই কই গেলি পালাইয়া,

আমার বুকের ভিতর কলিজাটা ছিড়া

বন্ধুরে তুই কই গেলি পালাইয়া।।

Kolija Chera Bangla Lyrics 


Valobasar manus re tui
Amar apon jon,
Cailei tore debo amar
Moner singhashon
Mitthe noyre sotti kina,
Jacai koira deikha ja na
Tor jonno buker vitor 
Pahar soman maya

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *