Kolija Chera(কলিজা ছেড়া) Bangla Lyrics By SK Prakash
Kolija Chera(কলিজা ছেড়া) Bangla Lyrics By SK Prakash
Song : Kolija Chera
Vocal : SK Prakash
Lyrics : Mim Islam
Label : Gang Star Express BD
Kolija Chera Bangla Lyrics
ভালোবাসার মানুষরে তুই,
আমার আপনজন
চাইলে তোরে দেবো আমার,
মনের সিংহাসন,
মিথ্যে নয়রে সত্যি কিনা
যাচাই কইরা দেইখা জানা,
মিথ্যে নয়রে সত্যি কিনা
যাচাই কইরা দেইখা জানা
তোর জন্য বুকের ভিতর,
পাহার সমান মায়া।
আমার বুকের ভিতর কলিজাটা ছিড়া
বন্ধুরে তুই কই গেলি পালাইয়া,
আমার বুকের ভিতর কলিজাটা ছিড়া
বন্ধুরে তুই কই গেলি পালাইয়া,
পথে পথে ঘুরি আমি,
দেখিনা তোর ছায়া
কোথায় গেলে পাবো আমি
বন্ধুরে তোর মায়া,
পথে পথে ঘুরি আমি,
দেখিনা তোর ছায়া
কোথায় গেলে পাবো আমি
বন্ধুরে তোর মায়া,
দূরে দূরে থাকিস না
একটু কাছে আয়না,
দূরে দূরে থাকিস না
একটু কাছে আয়না,
তোরে ছাড়া মনটা
আমার কিছু বোঝেনা,
আমার বুকের ভিতর কলিজাটা ছিড়া
বন্ধুরে তুই কই গেলি পালাইয়া,
আমার বুকের ভিতর কলিজাটা ছিড়া
বন্ধুরে তুই কই গেলি পালাইয়া,
শূন্য করে গেলি আমায়,
নেইতো কিছু আজ,
তোর দেওয়া কস্টগুলা
হইলো রে দিনরাত,
আমার আকাশ মেঘে ঢাকা
তোর আকাশে চাঁদ,
আমার আকাশ মেঘে ঢাকা
তোর আকাশে চাঁদ,
জ্যোৎস্না ভরা আলো নিয়ে
তুই বন্ধু থাক
আমার বুকের ভিতর কলিজাটা ছিড়া
বন্ধুরে তুই কই গেলি পালাইয়া,
আমার বুকের ভিতর কলিজাটা ছিড়া
বন্ধুরে তুই কই গেলি পালাইয়া,
তোর আকাশে তারা হয়ে
জলবো না আর আমি,
ভালোবাসার নামে তুই
করলিরে বেইমানি,
তোর আকাশে তারা হয়ে
জলবো না আর আমি,
ভালোবাসার নামে তুই
করলিরে বেইমানি,
আমার আকাশ মেঘে ঢাকা
তোর আকাশে চাঁদ,
আমার আকাশ মেঘে ঢাকা
তোর আকাশে চাঁদ,
জ্যোৎস্না ভরা আলো নিয়ে
তুই বন্ধু থাক
আমার বুকের ভিতর কলিজাটা ছিড়া
বন্ধুরে তুই কই গেলি পালাইয়া,
আমার বুকের ভিতর কলিজাটা ছিড়া
বন্ধুরে তুই কই গেলি পালাইয়া।।