Kolijata Pora (কলিজাটা পোড়া)Bangla Lyrics By Atif Ahmed Niloy

Kolijata Pora (কলিজাটা পোড়া)Bangla Lyrics By Atif Ahmed Niloy 

Song : Kolijata Pora

Vocal : Atif Ahmed Niloy 

Lyrics : Mehedi Hasan Apu And Niloy 

Music : AF Saikat

Label : Love Box

 

Kolijata Pora Bangla Lyrics 

বুকের ভিতর জলছে আগুন 

কলিজা টা পোড়া

পাগল হইয়া গান গাই লোকে

ডাকে জ্যান্ত মরা

তোমার বাড়ির সামনে যেন

হয় আমার করব 

সপ্নের মাঝে হারাই সোনা

নিওনা খবর 

গিটার এখন সঙ্গি আমার

সঙ্গি গানের সুর

সুরে সুরে তোমায় খুজি

তুমি বহু দূর,

গিটার এখন সঙ্গি আমার

সঙ্গি গানের সুর

সুরে সুরে তোমায় খুজি

তুমি বহু দূর

তোমায় নিয়ে সপ্নগুলো

 হয়না দেখা আর

 তুমি বন্ধু কার আদরে

 সুখেতে ছারখার,

তোমায় নিয়ে সপ্নগুলো

 হয়না দেখা আর

 তুমি বন্ধু কার আদরে

 সুখেতে ছারখার,

তোমায় নিয়ে লেখা গান

গাইনা আমি আর

আমার গানের সুরে 

তোমায় খুজি বারে বার

গিটার এখন সঙ্গি আমার

সঙ্গি গানের সুর

সুরে সুরে তোমায় খুজি

তুমি বহু দূর,

গিটার এখন সঙ্গি আমার

সঙ্গি গানের সুর

সুরে সুরে তোমায় খুজি

তুমি বহু দূর,

চোখ বুঝিলে দেখি তোমায়

চোখ মেলিলে নাই

মনের মানুষ থাকে মনে

থাকে কই জায়,

চোখ বুঝিলে দেখি তোমায়

চোখ মেলিলে নাই

মনের মানুষ থাকে মনে

থাকে কই জায়

তোমায় নিয়ে লেখা গান

গাইনা আমি আর

আমার গানের সুরে 

তোমায় খুজি বারে বার

গিটার এখন সঙ্গি আমার

সঙ্গি গানের সুর

সুরে সুরে তোমায় খুজি

তুমি বহু দূর,

গিটার এখন সঙ্গি আমার

সঙ্গি গানের সুর

সুরে সুরে তোমায় খুজি

তুমি বহু দূর।। 

Kolijata Pora Bangla Lyrics 

Buker Vitor jolche agun

Kolijata pora

Pagol hoiya gan gai loke

Dake janto mora

Tomar barir samne jeno

Hoy amar kobor

Sopner majhe harai sona

Nio na khobor

Gitar amar songi ekhon

Songi ganer sur

Sure sure tomay khuji 

Tumi bohu dur

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *