Kolijate Dag Legeche(কলিজাতে দাগ লেগেছে) Bangla Lyrics By Gamcha Palash.
Kolijate Dag Legeche(কলিজাতে দাগ লেগেছে) Bangla Lyrics By Gamcha Palash.
Song : Kolijate Dag Legeche
Singer : Gamcha Palash
Lyrics : Jibon Dewan
Tune : Jibon Dewan
Label : Gamcha Palash
Kolijate Dag Legeche Bangla Lyrics
যার জন্য ঘর বানাইলাম
সে রইল না ঘরে………
সেই ঘর উড়াইয়া নিল
কাল বৈশাখি ঝরে…
প্রাণটা আমার ছট ফট করে..
প্রাণটা আমার ছট ফট করে..
বুকে হাহাকার আমার
ভালোবাসার ময়না পাখি
এখন জানি কার…
কলিজাতে দাগ লেগেছে
কলিজাতে গো….
কলিজাতে দাগ লেগেছে
হাজারে হাজার
আমার ভালোবাসার ময়না পাখি
এখন জানি কার
ভালোবাসার ময়না পাখি
এখন জানি কার
শিকল কাটা পাখির মত
উড়িয়া সে গেলো…..
সেদিন হইতে আমার জীবন
শুধু এলো মেলো
শিকল কাটা পাখির মত
উড়িয়া সে গেলো
সেদিন হইতে আমার জীবন
শুধু এলো মেলো
জাতের কুলে দাগ লাগাইলো
জাতের কুলে দাগ লাগাইলো
কান্না হইল সার
আমার ভালোবাসার ময়না পাখি
এখন জানি কার
ভালোবাসার ময়না পাখি
এখন জানি কার
যার জন্য ঘর বানাইলাম
সে রইল না ঘরে….
সেই ঘর উড়াইয়া নিল
কাল বৈশাখি ঝরে
যার জন্য ঘর বানাইলাম
সে রইল না ঘরে…..
সেই ঘর উড়াইয়া নিল
কাল বৈশাখি ঝরে
প্রাণটা আমার ছট ফট করে..
প্রাণটা আমার ছট ফট করে..
বুকে হাহাকার আমার
আমার ভালবাসার ময়না পাখি
এখন জানি কার
ভালোবাসার ময়না পাখি
এখন জানি কার
যার জন্য সব হারাইলাম
সে রাখলনা মনে
কার জন্য এতো ব্যাথা
সইলাম এই জীবনে
যার জন্য সব হারাইলাম
সে রাখলনা মনে
কার জন্য এতো ব্যাথা
সইলাম এই জীবনে
ভেবে কয় জীবন দেয়াওনে
ভেবে কয় জীবন দেয়াওনে
সুখের জীবন কার
আমার ভালোবাসার ময়না পাখি
এখন জানি কার
ভালোবাসার ময়না পাখি
এখন জানি কার
কলিজাতে দাগ লেগেছে
কলিজাতে গো….
কলিজাতে দাগ লেগেছে
কলিজাতে দাগ লেগেছে
হাজারে হাজার
আমার ভালোবাসার ময়না পাখি
এখন জানি কার
ভালোবাসার ময়না পাখি
এখন জানি কার
ভালোবাসার ময়না পাখি
এখন জানি কার
ভালোবাসার ময়না পাখি
এখন জানি কার।।