Kolijate Jolche Re Agun(কলিজাতে জলছে রে আগুন) Bangla Lyrics By RA Azmir
Kolijate Jolche Re Agun(কলিজাতে জলছে রে আগুন) Bangla Lyrics By RA Azmir
Song : Kolijate Jolche Re Agun
Vocal : RA Azmir
Lyrics : Omar Faruk
Tune : RA Azmir
Label : AB Media Centre
Kolijate Jolche Re Agun Bangla Lyrics
প্রিয়ার লাগি কলিজায় আমার
জলছে রে আগুন
প্রিয়া এখন কার সাথে
করছে হানিমুন,
প্রিয়ার লাগি কলিজায় আমার
জলছে রে আগুন
প্রিয়া এখন কার সাথে
করছে হানিমুন
আমার আবেগ গুলো নেশায় মাতে
সারা নিশী জাগি
নেশার বোতল হাতে নিছি
আজ প্রিয়ার ও লাগি,
আমার আবেগ গুলো নেশায় মাতে
সারা নিশী জাগি
নেশার বোতল হাতে নিছি
আজ প্রিয়ার ও লাগি,
আমার আবেগ গুলো নেশায় মাতে
সারা নিশী জাগি
নেশার বোতল হাতে নিছি
আজ প্রিয়ার ও লাগি,
একটা সময় এই বুকেতে
থাকতো শুধু প্রিয়া
আজ হৃদয় জুড়ে বসত করে
কালো সাদা ধুয়া
একটা সময় এই বুকেতে
থাকতো শুধু প্রিয়া
আজ হৃদয় জুড়ে বসত করে
কালো সাদা ধুয়া
ভেতর বাহির পুরে পুরে
আমার আমি নাই
প্রিয়া প্রিয়া বলে
আজ নেশাতে হারাই
ভেতর বাহির পুরে পুরে
আমার আমি নাই
প্রিয়া প্রিয়া বলে
আজ নেশাতে হারাই
ভেতর বাহির পুরে পুরে
আমার আমি নাই
প্রিয়া প্রিয়া বলে
আজ নেশাতে হারাই
মদের বোতল সঙ্গি আমার
প্রিয়ার বুকে কেউ
চারপাশ আজ শূন্য লাগে
বুকে ব্যাথার ঢেউ,
মদের বোতল সঙ্গি আমার
প্রিয়ার বুকে কেউ
চারপাশ আজ শূন্য লাগে
বুকে ব্যাথার ঢেউ,
সৃতির পাতায় প্রিয়ার নামে
কষ্টগুলো জমা
প্রিয়া আমায় দেখাইলো রে
তার প্রেমের কারিশমা,
সৃতির পাতায় প্রিয়ার নামে
কষ্টগুলো জমা
প্রিয়া আমায় দেখাইলো রে
তার প্রেমের কারিশমা
সৃতির পাতায় প্রিয়ার নামে
কষ্টগুলো জমা
প্রিয়া আমায় দেখাইলো রে
তার প্রেমের কারিশমা।।