Konna jayre sosur bari (কন্যা যায়রে শশুর বাড়ি) Bangla Lyrics By Atif Ahmed Niloy.
Konna jayre sosur bari (কন্যা যায়রে শশুর বাড়ি) Bangla Lyrics By Atif Ahmed Niloy.
Song : Konna jayre sosur bari
Singer : Atif Ahmed Niloy
Lyrics : Nasrin
Tune : Atif Ahmed Niloy
Music : Anim Khan
Label : Kamrul Media
Konna jayre shoshur bari Bangla Lyrics
লাল শাড়ীতে সেজে কন্যা
যায়রে শশুর বাড়ি
আমারে একেলা কইরা
দিয়া গেলো ফাকি
লাল শাড়ীতে সেজে কন্যা
যায়রে শশুর বাড়ি
আমারে একেলা কইরা
দিয়া গেলো ফাকি
কন্যা রে কন্যা রে
দুই চোখেতে জলের বন্যা রে
কন্যা রে কন্যা রে
তুই বিহনে এই পরান কান্দে
আমার রক্তে যেন তোর
মেহেদী রাঙা হাত হয়
ভালোবেসে কেন আজ পর
থাকবি শুধু কলিজায়
চারিদিকে ঝিলমিল আলো
আমি আন্ধার ঘরে
কন্যা রে কন্যা রে
দুই চোখেতে জলের বন্যা রে
কন্যা রে কন্যা রে
তুই বিহনে এই পরান কান্দে
তোর বাড়িতে খুশির জোয়ার
বাজে রে বিয়ের সানাই
আমার বুকটা শুন্য করে
গেলি রে তুই কান্দাই
চারিদিকে ঝিলমিল আলো
আমি আন্ধার ঘরে
কন্যা রে কন্যা রে
দুই চোখেতে জলের বন্যা রে
কন্যা রে কন্যা রে
তুই বিহনে এই পরান কান্দে
লাল শাড়ীতে সেজে কন্যা
যায়রে শশুর বাড়ি
আমারে একেলা কইরা
দিয়া গেলো ফাকি
লাল শাড়ীতে সেজে কন্যা
যায়রে শশুর বাড়ি
আমারে একেলা কইরা
দিয়া গেলো ফাকি
কন্যা রে কন্যা রে
দুই চোখেতে জলের বন্যা রে
কন্যা রে কন্যা রে
তুই বিহনে এই পরান কান্দে।।