Konnar Boyosh Atharo(কন্যা তোমার বয়স আঠারো) Bangla Lyrics By Shohag SB
Konnar Boyosh Atharo(কন্যা বয়স আঠারো) Bangla Lyrics By Shohag SB
Song : Konnar Boyosh Atharo
Vocal : Shohag SB
Lyrics : Jashim Uddin Akash
Music : Shohag SB
Label : BD 29 Multimedia
Konnar Boyosh Atharo Bangla Lyrics
কন্যা তোমার বয়স আঠারো
আর আমার বয়স কুড়ি
চলো দুজন প্রেম করিয়া
গ্রাম গঞ্জেতে ঘুরি
কন্যা তোমার বয়স আঠারো
আর আমার বয়স কুড়ি
চলো দুজন প্রেম করিয়া
গ্রাম গঞ্জেতে ঘুরি,
তোমার বাড়ির নদীর ঘাটে,
তোমার বাড়ির নদীর ঘাটে
বান্ধা একটা নাও
তোমার নায়ের মাঝি হবো
যদি তুমি চাও
কন্যা তোমার নায়ের মাঝি
হবো যদি তুমি চাও
কন্যা তোমার বয়স আঠারো
আর আমার বয়স কুড়ি
চলো দুজন প্রেম করিয়া
গ্রাম গঞ্জেতে ঘুরি
লাইলির প্রেমে মজনু পাগল
সব লোকে জানে
নদীর ঘাটে আসি আমি
তোর প্রেমেরই টানে
লাইলির প্রেমে মজনু পাগল
সব লোকে জানে
নদীর ঘাটে আসি আমি
তোর প্রেমেরই টানে,
ভালো আমায় বাসো বলে
আড়ে আড়ে চাও
তোমার নায়ের মাঝি হবো
যদি তুমি চাও
কন্যা তোমার নায়ের মাঝি হবো
যদি তুমি চাও
কন্যা তোমার বয়স আঠারো
আর আমার বয়স কুড়ি
চলো দুজন প্রেম করিয়া
গ্রাম গঞ্জেতে ঘুরি,
কাজে আমার মন বসেনা
উথাল পাথাল মন
তোমার আসায় পন্থপানে
চাইতে সারাক্ষণ,
কাজে আমার মন বসেনা
উথাল পাথাল মন
তোমার আসায় পন্থপানে
চাইতে সারাক্ষণ,
তোমার আমার পিরিত কথা
জানুক সারা গাও
তোমার নায়ের মাঝি হবো
যদি তুমি চাও
কন্যা তোমার নায়ের মাঝি হবো
যদি তুমি চাও
কন্যা তোমার বয়স আঠারো
আর আমার বয়স কুড়ি
চলো দুজন প্রেম করিয়া
গ্রাম গঞ্জেতে ঘুরি,
কন্যা তোমার বয়স আঠারো
আর আমার বয়স কুড়ি
চলো দুজন প্রেম করিয়া
গ্রাম গঞ্জেতে ঘুরি,
তোমার বাড়ির নদীর ঘাটে,
তোমার বাড়ির নদীর ঘাটে
বান্ধা একটা নাও
তোমার নায়ের মাঝি হবো
যদি তুমি চাও
কন্যা তোমার নায়ের মাঝি হবো
যদি তুমি চাও।।
Konnar Boyosh Atharo Bangla Lyrics
Konna tomar boyos atharo
Ar amar boyos kuri,
Colo dujon prem koriya
Grame gongete ghuri
Tomar bari nodir ghate
Bandha ekta nao
Konna Tomar nayer majhi
hobo Jodi tumi cao,