Korli Re Aghat (করলি রে আঘাত) Bangla Lyrics By RA Azmir.
Song : Korli Re Aghat
Singer : RA Azmir
Lyrics : Muhammad Ali
Tune : RA Azmir & Abdullah
Music : Rumon Dewan
Label : Samia Music BD
Korli Re Aghat Bangla Lyrics
ফোটার আগে ফেললি ছিড়ে
ভালোবাসার ফুল
তোরে ভালোবাইসা আমি
করছি বড় ভুল
ফোটার আগে ফেললি ছিড়ে
ভালোবাসার ফুল
তোরে ভালোবাইসা আমি
করছি বড় ভুল
নতুন সাথি পাইয়া আমার
ছাইড়া গেলি হাত
সুজোগ বুইঝা কলিজাতে
করলিরে আঘাত
তুই সুজোগ বুইঝা কলিজাতে
করলিরে আঘাত
দেহ থেকে প্রাণ পাখিটা
যাবে যেদিন উড়ে
সেদিন তুই কাদলে পরেও
পাবি না আমারে
দেহ থেকে প্রাণ পাখিটা
যাবে যেদিন উড়ে
সেদিন তুই কাদলে পরেও
পাবি না আমারে
কাল নাগিনী কলিজাতে
মারলিরে বিশধাপ
সুজোগ বুইঝা কলিজাতে
করলিরে আঘাত
তুই সুজোগ বুইঝা কলিজাতে
করলিরে আঘাত
বুকটা জুড়ে দেখনা রে তোর
আছে নাম লেখা
বেচে থাকতে আমারে তুই
কইরা দিলি একা
বুকটা জুড়ে দেখনা রে তোর
আছে নাম লেখা
বেচে থাকতে আমারে তুই
কইরা দিলি একা
কাল নাগিনী কলিজাতে
মারলিরে বিশধাপ
সুজোগ বুইঝা কলিজাতে
করলিরে আঘাত
তুই সুজোগ বুইঝা কলিজাতে
করলিরে আঘাত