Kosto ( কষ্ট) Bangla Gojol Lyrics By Humayra Afrin Era.
Song : Kosto
Singer : Humayra Afrin Era
Lyrics : Nuruzzaman Shah
Tune : H Ahmed
Label : Hasnahena Afrin Official
Kosto Bangla Gojol Lyrics
কারো কাছে কষ্ট পেলে
মনে পুষে রেখো না
এতে শুধুই দুঃখ বাড়ে
দুঃখ বেশি মেখো না।।
কারো কাছে কষ্ট পেলে
মনে পুষে রেখো না
এতে শুধুই দুঃখ বাড়ে
দুঃখ বেশি মেখো না।।
যে দিয়েছে কষ্ট তোমায়
রাখো তাকে তোমার ক্ষমায়
ক্ষমা করার গুণটা তুমি
নবীর কাছেই শেখো না।।
কারো কাছে কষ্ট পেলে
মনে পুষে রেখো না
এতে শুধুই দুঃখ বাড়ে
দুঃখ বেশি মেখো না।।
মানছি তোমার মন ভেঙ্গেছে
তাই পেয়েছো দুখ
কিন্তু জানো তারচে’ বড়
ক্ষমা করার সুখ!
মানছি তোমার মন ভেঙ্গেছে
তাই পেয়েছো দুখ
কিন্তু জানো তারচে’ বড়
ক্ষমা করার সুখ।
করলে ক্ষমা হবে না হার
এতেই খুশি হয় পরোয়ার
পরোয়ারের খুশিটাকেই
বড় করে দেখো না।।