Kosto Dile (কষ্ট দিলি) Bangla Lyrics By Samz Vai.
Kosto Dile (কষ্ট দিলি) Bangla Lyrics By Samz Vai.
Song : Kosto Dile
Singer : Samz Vai
Tune & Music : Rohan Raj
Lyric : Bulbul
Label : E Music
Kosto Dile Bangla Lyrics
কষ্ট দিলি দুঃখ দিলি
কেন মেয়ে তুই আমায়
বুঝিনি তোর ভালোবাসা
মিথ্যা ছিলো পুরোটাই
কষ্ট দিলি দুঃখ দিলি
কেন মেয়ে তুই আমায়
বুঝিনি তোর ভালোবাসা
মিথ্যা ছিলো পুরোটাই।
বুকে আগুন জেলে গেলি
চোখের সামনে অন্যের হইলি
কেমন করে একটা মানুষ
এতটা বদলাই
কেমন করে একটা মানুষ
এতটা বদলাই
কেমন করে একটা মানুষ
এতটা বদলাই
নরক যন্ত্রনাতে প্রতিদিন
আমাকে দেখি
মরণ ছাড়া এখন আমার
কিছু নাই রে বাকি। (2 বার)
তোর কারণে নির্শ্ব হলাম
দেখলো রে তা সবাই
কেমন করে একটা মানুষ
এতটা বদলাই
কেমন করে একটা মানুষ
এতটা বদলাই
কেমন করে একটা মানুষ
এতটা বদলাই
প্রেমের এত জ্বালা অন্তরে
কেমনে ধরি
একটু একটু করে আমি
একা জ্বলে পুড়ি। (2 বার)
তোর কারণে নির্শ্ব হলাম
দেখলো রে তা সবাই
কেমন করে একটা মানুষ
এতটা বদলাই
কেমন করে একটা মানুষ
এতটা বদলাই
কেমন করে একটা মানুষ
এতটা বদলাই।