Kotha Acho Priyo (কোথা আছো প্রিয়) Bangla Lyrics By Habib Wahid.

Kotha Acho Priyo (কোথা আছো প্রিয়) Bangla Lyrics By Habib Wahid. 

Song : Kotha Acho Priyo

Vocal : Habib Wahid & Moutushi Khan

Lyrics : Amita Karmoker

Label : Habib Wahid 

 

নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েব সাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com

Kotha Acho Priyo Bangla Lyrics 

তোমাকে ভেবে মন

উদাসি সারাক্ষণ 

সে কথা বুঝেও 

কেন যে বুঝনা

ওহহহ হারিয়ে আজ তাই

হৃদয়ের ঠিকানা 

খুজে যাই বারে বার 

কেন তা জানিনা

জানিনা কোথায় আছো প্রিয় 

তুমি গো ও ও

খুজে যাই তোমাকে 

দূর বহু দূর

ভেসে যাই মেঘ হয়ে

আরো দূর 

আমি আবার মায়া হয়ে 

আরো কাছে তাই

ছায়া হয়ে তোমাতেই

যেন মিশে যাই

চোখে চোখ রেখে

আবার হারাই

তোমাকে ভেবে মন

উদাসি সারাক্ষণ 

সে কথা বুঝেও 

কেন যে বুঝনা

তুমি তো জানো না 

তুমি তো জানো না

কতো ভালোবেসে এ হৃদয় 

ভালোবেসে হয় তাই 

তিলে তিলে ক্ষয়

তোমারই সাথে এই মন হারাতে

যেন আমি ছুটে যাই

দিধাহীন প্রতিদিন 

এই মধুর ক্ষনে 

তুমি ছাড়া কিছু 

আর বুঝিনা

দুটি চোখে চোখে 

ইশারায় তোমাকেই

রাখি তাই কিছু আর 

সে যেন খুজে না

মনে মনে কাছে এসে

আজ তাই এক হয়ে 

কাছে থাকি সারাক্ষণ দুজনা

আমি যেন বারে বারে 

কাছে এসে চাই গোপনে 

তোমাকে যেন ছুয়ে যাই

জানিনা কোথায় আছো প্রিয় 

তুমি গো ও ও

খুজে যাই তোমাকে 

দূর বহু দূর

ভেসে যাই মেঘ হয়ে

আরো দূর 

আমি আবার মায়া হয়ে 

আরো কাছে তাই

ছায়া হয়ে তোমাতেই

যেন মিশে যাই

চোখে চোখ রেখে

আবার হারাই

তোমাকে ভেবে মন

উদাসি সারাক্ষণ 

সে কথা বুঝেও 

কেন যে বুঝনা

ওহহহ হারিয়ে আজ তাই

হৃদয়ের ঠিকানা 

খুজে যাই বারে বার 

কেন তা জানিনা।।

Kotha Acho Priyo Bangla Lyrics

Tomake bheve mon

Udasi sarakhon

Se kotha bujheo

Keno bujhona

Ooo hariye aj tai

Hridoyer thikana

Khuje jai bare bar

Keno ta janina

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *