Kothar Jonaki(কথার জোনাকী) Bangla Lyrics By Mahtim Sakib

Kothar Jonaki(কথার জোনাকী) Bangla Lyrics By Mahtim Sakib 

Song : Kothar Jonaki

Vocal : Mahtim Sakib And Abanti Sithi 

Lyrics : Prosenjit Ojha

Tune : Shovon Roy 

Label : Studio PProtune

Kothar Jonaki Bangla Lyrics 

কনে দেখা আলো লেগেছিল ভালো 

ছিলে তুমি পাশে নিশ্বাসের কাছে

কিছু রঙ ছুঁয়ে পড়েছি নুয়ে

আলতো আদরে বুকের ভিতরে,

কনে দেখা আলো লেগেছিল ভালো 

ছিলে তুমি পাশে নিশ্বাসের কাছে

কিছু রঙ ছুঁয়ে পড়েছি নুয়ে

আলতো আদরে বুকের ভিতরে,

তুমি হাসো যখন চাঁদেরই মতোন 

আমি ভাসি রূপের মুগ্ধতায়

তুমি ভালোবাসো বলে আমায়

আমি থাকি চোখের কিনারায়

তুমি ভালোবাসো বলে আমায়

আমি থাকি চোখের কিনারায়।

কথার জোনাকী হাওয়াতে ওড়ে

কত কিছু বলি ঠোঁটের পথ ধরে

হৃদয় দুয়ারে, তুমি দাঁড়ালে 

কি করে বলো, আমি থাকি আড়ালে,

কথার জোনাকী হাওয়াতে ওড়ে

কত কিছু বলি ঠোঁটের পথ ধরে

হৃদয় দুয়ারে, তুমি দাঁড়ালে 

কি করে বলো, আমি থাকি আড়ালে

আমি আসি তোমার কাছে 

কত শত বাহানায়।

তুমি ভালোবাসো বলে আমায়

আমি থাকি চোখের কিনারায়

তুমি ভালোবাসো বলে আমায়

আমি থাকি চোখের কিনারায়।

মেঘের পালকী,আমায় ডাক দিলো

তোমার ইশারায়, কি কথা লেখা ছিলো

মনেরই আকাশ, তুমি রাঙালে

আমাকে তোমার, আপন করে নিলে,

মেঘের পালকী,আমায় ডাক দিলো

তোমার ইশারায়, কি কথা লেখা ছিলো

মনেরই আকাশ, তুমি রাঙালে

আমাকে তোমার, আপন করে নিলে

আমি সব কিছু ভুলে থাকি

তোমারই ভাবনায়।

তুমি ভালোবাসো বলে আমায়

আমি থাকি চোখের কিনারায়

তুমি ভালোবাসো বলে আমায়

আমি থাকি চোখের কিনারায়।।

Kothar Jonaki Bangla Lyrics 

Kone dekha alo legecilo bhalo

Chile tumi pase nisaser kache

kichu rong chuye porechi nuye

Alto adore buker bhitor

Tumi haso jokhon cader moton

Ami bhasi ruper mugdhotay

Tumi bhalobaso bole amay

Ami thaki cokher kinaray

Kother jonaki haoyate ore

Koto kichu boli thoter poth dhore

Hridoy duyare tumi darale

Ki kore bolo ami thaki arale

Ami asi tomar kache

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *