Koto Adore Adore Bangla Lyrics By Pousali Banerjee.

 Koto Adore Adore Bangla Lyrics By Pousali Banerjee.

Koto Adore Adore Bangla Lyrics By Pousali Banerjee.

Song Name :  Koto Adore Adore

গান :  কত আদরে আদরে

Singer(s) :  Pousali Banerjee

Tune / Music, Lyricsist :  Radharaman Dutta

Director : Soumya Mukhopadhyay , Shakya Roy Choudhury

Art Director : Samir Samanta

Video : A Silhouette Story

Music Label :  SVF Devotional  

Release On :  2023-02-25

Koto Adore Adore Lyrics in Bengali

কত আদরে আদরে কত সোহাগে সোহাগে 

শ্যাম সোহাগী রসিক নাগর মিলিল দুইজনে

কত ভঙ্গী করি দাঁড়াইয়াছে 

ভঙ্গী করি দাঁড়াইয়াছে একই আসনে 

মিলিল দুইজনে 

কত আদরে আদরে কত সোহাগে সোহাগে 

শ্যাম সোহাগী রসিক নাগর মিলিল দুইজনে

শ্যামকুলে রাই রাইকুলে শ্যাম

শ্যাম রাই কুলেতে

শ্যাম রাই কুলেতে 

দুই অঙ্গে অঙ্গ হইলো 

দুই অঙ্গে অঙ্গ হইলো মধুর মিলনে 

মিলিল দুইজনে 

কত আদরে আদরে কত সোহাগে সোহাগে 

শ্যাম সোহাগী রসিক নাগর মিলিল দুইজনে

কি আনন্দ হইলো আজই নিকুঞ্জবনে

নিকুঞ্জবনে 

মেঘের কোলে সৌদামিনী 

মেঘের কোলে সৌদামিনী উদয় গগনে 

মিলিল দুইজনে 

কতো আদরে আদরে কত সোহাগে সোহাগে 

শ্যাম সোহাগী রসিক নাগর মিলিল দুইজনে

পুষ্পচন্দন ছিটাইয়াছে সব সখীগণে

সব সখীগণে 

রাধারমণ বলে আমায় রাইখো 

রাধারমণ বলে আমায় রাইখো কমল চরণে 

মিলিল দুইজনে 

কত আদরে আদরে কত সোহাগে সোহাগে 

শ্যাম সোহাগী রসিক নাগর মিলিল দুইজনে

শ্যাম সোহাগী রসিক নাগর মিলিল দুইজনে

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *