Koto Din Dekhi Na Tare(কতো দিন দেখি না তারে ) Bangla Lyrics By Samz Vai.
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েব সাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
Song : Koto Din Dekhi Na Tare
Singer : Samz Vai
Lyrics : Rabiul Islam Rabi
Tune : Polok Hasan Sumon
Music : Shamim Ashiq
Label : Ovs Music
Koto Din Dekhi Na Tare Bangla
Lyrics
আমার আকাশ নিকশ কালো
তার আকাশে আলো
সে কি ভুলে গেছে তাকে ছাড়া
এই আমি টা কেমনে থাকি ভালো
একটাই সে ছিলো আমার
আরতো কেউ নাই
আজ কেমন করে এই আমিটা
তাহারে ভুলিয়া যাই
কতো দিন আমি তারে দেখি না
সে কোথায় আছে কেমন আছে
তাতো আমি জানিনা
কতো দিন আমি তারে দেখি না
সে কোথায় আছে কেমন আছে
তাতো আমি জানিনা
আবদ্ধ চার দেয়াল
তার মাঝে শুন্যতা
ঠিক তেমন করে আমার মাঝে
আজও ঠিক তাহার জায়গাটা
আবদ্ধ চার দেয়াল
তার মাঝে শুন্যতা
ঠিক তেমন করে আমার মাঝে
আজও ঠিক তাহার জায়গাটা
আমি ছিলাম তার কাছে
শুধুই দুচোখ এক জন
তাই দেয়নি সে এই আমাকে
তার ওই মন
কতো দিন আমি তারে দেখি না
সে কোথায় আছে কেমন আছে
তাতো আমি জানিনা
কতো দিন আমি তারে দেখি না
সে কোথায় আছে কেমন আছে
তাতো আমি জানিনা
আমি আষাঢ় এ বৃষ্টি ঝড়া
আলো ভরা তার আকাশ
মন খারাপে প্রতি রাতে করে
হাহাকারে যে দীর্ঘশাস
আমি আষাঢ় এ বৃষ্টি ঝড়া
আলো ভরা তার আকাশ
মন খারাপে প্রতি রাতে করে
হাহাকারে যে দীর্ঘশাস
আমি ছিলাম তার কাছে
শুধুই দুচোখ এক জন
তাই দেয়নি সে এই আমাকে
তার ওই মন
কতো দিন আমি তারে দেখি না
সে কোথায় আছে কেমন আছে
তাতো আমি জানিনা
কতো দিন আমি তারে দেখি না
সে কোথায় আছে কেমন আছে
তাতো আমি জানিনা।।