Kotobaro Bhebechinu ( কতবার ভেবেছিনু) Bangla Song Lyrics By Babul Supriyo.

Kotobaro Bhebechinu ( কতবার ভেবেছিনু) Bangla Song Lyrics By Babul Supriyo.

Kotobaro Bhebechinu ( কতবার ভেবেছিনু) Bangla Song Lyrics By Babul Supriyo.

Kotobaro Bhebechinu গানটি গেয়েছেন Babul Supriyo। গানের লিরিক্স দিয়েছেন Rabindranath Tagore। এবং গানটি Asha Audio YouTube চ্যানেলে প্রকাশিত হয়েছে। আশা করছি Kotobaro Bhebechinu গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

Song : Kotobaro Bhebechinu

Lyrics : Rabindranath Tagore

Parjaay : Prem O Prokriti-20

Taal : Ektaal

Singer : Babul Supriyo

Label : Asha Audio

Kotobaro Bhebechinu Song Lyrics  

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া

তোমার চরণে দিব হৃদয় খুলিয়া,

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া।। 

চরণে ধরিয়া তব কহিব প্রকাশি

গোপনে তোমারে সখা, কত ভালোবাসি।

চরণে ধরিয়া তব কহিব প্রকাশি

গোপনে তোমারে সখা, কত ভালোবাসি। 

ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা,

কেমনে তোমারে কব প্রণয়ের কথা।

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া।। 

ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি

চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী। 

ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি

চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী। 

কেহ জানিবে না, মোর গভীর প্রণয়,

কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।

আপনি আজিকে যবে শুধাইছ আসি,

আপনি আজিকে যবে শুধাইছ আসি,

কেমনে প্রকাশি কব কত ভালোবাসি।

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া

তোমার চরণে দিব হৃদয় খুলিয়া,

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *