Laal Matir Sorane Bangla Lyrics By Silaji Majumder.
Laal Matir Sorane Bangla Lyrics By Silaji Majumder.
Song Name : Laal Matir Sorane (2003)
গান : লাল মাটির সরানে
Vocal, Lyrics and Tune : Silaji Majumder
Music Label : Shemaroo
Release On : 2003-12-19
Laal Matir Sorane Lyrics in Bengali
লাল মাটির সরানে
মন আমার রইল পড়ে জামবনে আর
নদীর পাশে নীল আকাশে
সেখানে ধুলোয় মাখা রইলো পড়ে তোর চিঠি
বীরভূমের বিটি লো
বলনা কি সাধ মিটিলো
বীরভূমের বিটিলো
বলনা কি সাধ মিটিলো
না পেলি আমাকে আর তোকেও আমি পেলামনা
ঝড়ে আম কুড়োয়
এখনো কোন দস্যি ছেলে (২)
আমার আর রাখাল সাজা হলোনা
লাল মাটির সরানে
পায়ে পায়ে ফেলে এসেছিরে আমি পথের ধুলো
ফিরে যেতে চাই বারেবারে
ডাকছে আমার ইচ্ছে গুলো (২)
গেঁয়ো নদী ডাকছে আমায়
বুকের ভেতর কান্না পাথর
গেঁয়ো নদী ডাকছে
গেঁয়ো নদী ডাকছে আমায়
বুকের ভেতর কান্না পাথর
আমার আর রাখাল সাজা হল না
লাল মাটির সরানে
জাম বনে দোলনা খানা ঝুলছে ফাঁকা
কষা জাম বেগুনি জিভ নুনের মোড়ক (২)
কিশোরীর গেঁয়ো দু চোখ হিংসে মাখা
তার সাথে খেলতে হবে খেলনা বাড়ি
আম আঁটির ভেঁপু বাজায়
এখনও কোন দস্যি ছেলে
আম আঁটির ভেঁপু
আম আঁটির ভেঁপু বাজায়
এখনও কোন দস্যি ছেলে
গোধূলির গন্ধে আমায় ডাকিস নে লো
আমার আর রাখাল সাজা হবে না
লাল মাটির সরানে
লাল মাটির সরানে
মন আমার রইল পড়ে জামবনে আর
নদীর পাশে নীল আকাশে
সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি