Lajuk Chokh (লাজুক চোখ) Bangla Lyrics By FA Sumon.
Lajuk Chokh (লাজুক চোখ) Bangla Lyrics By FA Sumon.
Song : Lajuk Chokh
Singer : FA Sumon
Lyrics : Ibrahim Khalil Ibu
Tune & Music : FA Sumon
Label : FA Sumon Official
Lajuk Chokh Bangla Lyrics
বেশ তো আছো সুখে
তোমায় দেখে মনে হয়
সরবরে জেগে ওঠা
লাজুক চোখ দুটি কয়
মনে বড় সাধ ছিলো
ছিলো মনে সপ্ন কতো
ঝড়ে ছিলো শিশির হয়ে
শুকনো ঘাসের পাতায়
আমিও তো নিরবতার ছলে
কেদেছি সেদিন
ঝাপসা দুচোখে নিয়ে বিদায়
গিয়েছি সেদিন
আমিও তো নিরবতার ছলে
কেদেছি সেদিন
ঝাপসা দুচোখে নিয়ে বিদায়
গিয়েছি সেদিন
সবকিছু জেনেও কেন
ভালোবাসি তোমায়
হয়তো পাবার আশায়
তুমিও কতো বদলে গেছো
অনেক আগের চেয়ে
রংঢং গুলো পুষে রেখেছো
তোমার লাজুক চোখে
তুমিও কতো বদলে গেছো
অনেক আগের চেয়ে
রংঢং গুলো পুষে রেখেছো
তোমার লাজুক চোখে
সবকিছু জেনেও কেন
ভালোবাসি তোমায়
হয়তো পাবার আশায়
বেশ তো আছো সুখে
তোমায় দেখে মনে হয়
সরবরে জেগে ওঠা
লাজুক চোখ দুটি কয়
মনে বড় সাধ ছিলো
ছিলো মনে সপ্ন কতো
ঝড়ে ছিলো শিশির হয়ে
শুকনো ঘাসের পাতায়
সবকিছু জেনেও কেন
ভালোবাসি তোমায়
হয়তো পাবার আশায়
সবকিছু জেনেও কেন
ভালোবাসি তোমায়
হয়তো পাবার আশায়