Love Story(2020) Kolkata Bangla Full Film Review,Cast And Watch. লাভ স্টোরি(২০২০) কোলকাতা বাংলা ফুল ফিল্ম রিভিউ, অভিনয় এবং দেখা।
Love Story(2020) Kolkata Bangla Full Film Review,Cast And Watch. লাভ স্টোরি(২০২০) কোলকাতা বাংলা ফুল ফিল্ম রিভিউ, অভিনয় এবং দেখা।
কোলকাতা বাংলা সিনেমার জনপ্রিয় একটি ছবি হল এই লাভ স্টোরি(Love Story)। এই কোলকাতা বাংলা সিনেমা(Kolkata Bangla Movie)টি ২০২০ সালের ২১ ই অক্টোবর কোলকাতায় প্রথম রিলিজ হয়েছিল।
এই ছবির
Director(ডিরেক্টর)
Rajiv Kumar(রাজিব কুমার)
Producer(প্রডিউসার)
Nishpal Singh(নিশপাল সিং)
এই ছবিতে অভিনয় করেছেন
- Bonny Sengupta(বনি সেনগুপ্তা)
- Rittika Sen(হ্রিত্তিকা সেন)
- Supriyo Dutta(সুপ্রিয় দত্ত)
- Reshmi Sen(রেশমি সেন)
- Rajat Ganguly(রজত গাংগুলী)
এই ছবিতে বনি সেনগুপ্তা অনিক চরিত্রে এবং হ্রিত্তিকা সেন রঞ্জা চরিত্রে অভিনয় করেছেন।
যদিও এই কোলকাতা বাংলা মুভি টি অনেক আগে কোলকাতায় রিলিজ হয়েছে। কিন্তু বর্তমানে এই ছবিটি ইউটিউব বা ভিডম্যাটে কোথাও খুজে পাওয়া যায় না। আজকে আমি আপনাদের কিভাবে খুব সহজে এই ছবিটি অনলাইনে দেখতে এবং সেভ করতে পারবেন।
তার জন্য নিচের Save System ভালো করে পড়ে বুঝে নিন।
Love Story(2020) Kolkata Bangla Full Film Review,Cast And Watch. লাভ স্টোরি(২০২০) কোলকাতা বাংলা ফুল ফিল্ম রিভিউ, অভিনয় এবং দেখা।
মুভি অনলাইনে দেখার এবং সেভ করার নিয়ম
এই আর্টিকেল এর শেষের দিকে একটি লিংক দেয়া আছে।প্রথমে ওই লিংকটি কপি করে, যেকোনো ব্রাউজার যেমন Chrome, UC Browser,Fire Fox এ সার্চ করবেন। এরপর নিচের দেওয়া ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন
এরপর উপরের দিকে কর্নারের দিকে একটি সেভ আইকন দেখতে পাবেন। ওই সেভ আইকন এ ক্লিক করবেন। তাহলে মুভিটা সেভ হতে থাকবে।
আবার অনেকের নিচের দেওয়া ছবির মত একটি ইন্টারফেস দেখতে পারেন।
যদি এমন ইন্টারফেস আসে তাহলে নিচের দেওয়া ছবির মত এইখানে ক্লিক করবেন
তারপর দেখবেন মুভিটা সেভ হতে থাকবে। এছাড়াও একটি ভিডিও আইকন দেখতে পাবেন। ভিডিও আইকনে ক্লিক করলে মুভিটা অনলাইনে দেখতে পাবেন।
মুভি সেভ করার নিয়ম
https://drive.google.com/file/d/1GsAuljuhC0CVRQ_OACXQW8Qidq1T5JIr/view
এই লিংকটি কপি করে যে কোন ব্রাউজারে সার্চ দিলে পেয়ে যাবেন।( লাভ স্টোরি কোলকাতা বাংলা মুভি)
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোন সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এই রকম আরো অনেক কোলকাতা বাংলা মুভি এর নাম জানতে এবং অনলাইনে দেখতে অবশ্যই ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করতে ভুলবেন না।ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।