Ma Go Moira Gece Tomar Chele (মা গো মইরা গেছে তোমার ছেলে) Bangla Lyrics By Atif Ahmed Niloy.
Song : Ma Go Moira Gece Tomar Chele
Vocal : Atif Ahmed Niloy
Lyrics : Abegi Zakir
Music : Ah Turjo
Label : Samsul Official Music
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েব সাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
Ma Go Moira Gece Tomar Chele Bangla Lyrics
চার দুয়ারের মাঝে সোয়াইয়া
আগর বাতির সুভাষ ছড়াইয়া
চার দুয়ারের মাঝে সোয়াইয়া
আগর বাতির সুভাষ ছড়াইয়া
আমারে দেখতে আসিবে
কেহ কান্নায় ভাসিবে
ঢাকিবে দেহটারে
থান কাপড়ের তলে
ও মা মইরা গেছে
তোমার পাগল ছেলে
ও মা মইরা গেছে
তোমার পাগল ছেলে
মা গো মইরা গেছে
তোমার পাগল ছেলে
এখন আর তোমার ছেলে
করবে না পাগলামি
এখন আর ডাকলেও মা
আসব না আর আমি
এখন আর তোমার ছেলে
করবে না পাগলামি
এখন আর ডাকলেও মা
আসব না আর আমি
কইরা দিও মাফ
মা গো দিওনা অভিশাপ
তোমার মতো এই দুনিয়ায়
আপন নাহি মিলে
ও মা মইরা গেছে
তোমার পাগল ছেলে
ও মা মইরা গেছে
তোমার পাগল ছেলে
মা গো মইরা গেছে
তোমার পাগল ছেলে
কতো কি বায়না ছিল
সপ্ন ছিল হাজার
সব কিছু ছাইড়া যাব
থাকবে কি আর আমার
কতো কি বায়না ছিল
সপ্ন ছিল হাজার
সব কিছু ছাইড়া যাব
থাকবে কি আর আমার
গোসল করাইয়া
সাদা কাফন পরাইয়া
মাটিতে সোয়াইবে মা
তুমি বিদায় দিলে
ও মা মইরা গেছে
তোমার পাগল ছেলে
ও মা মইরা গেছে
তোমার পাগল ছেলে
মা গো মইরা গেছে
তোমার পাগল ছেলে।।
Ma Go Moira Gece Tomar Chele Bangla Lyrics
Char duyarer majhe soyaiya
Agor batir subas choraiya
Char duyarer majhe soyaiya
Agor batir subas choraiya
Amare dekhite asibe
Keho kannay vasibe
Dhakibe dehotare
Than kaporer tole
O ma moira geche
Tomar pagol chele
O ma moira geche
Tomar pagol chele