Ma Jononi (মা জননী) Bangla Lyrics By Sayed Ahmad.
Song : Ma Jononi
Lyric & Tune : Ainuddin Al Azad Rh.
Cover by : Sayed Ahmad
Record : Studio Ibadah
Sound Design : Yeasin Hayder
Supervision : Muzahidul Islam
Video : Abu Bakkar Siddik
Ma Jononi Bangla Gojol Lyrics
চোখের জলে বাধ মানেনা
বুক ভেঙে যায় চিরে
মা জননী আসবে কি আর
আমার বুকে ফিরে
মা জননী আসবে কি আর
আমার বুকে ফিরে
মায়ের কথা পড়লে মনে
আধার আসে ঘিরে
মা জননী আসবে কি আর
আমার বুকে ফিরে
কেউ ছিলোনা পাশে যতন
ছিলো শুধু মা
সেই মায়েরে ভুলে আমি
থাকতে পারিনা
কেউ ছিলোনা পাশে যতন
ছিলো শুধু মা
সেই মায়েরে ভুলে আমি
থাকতে পারিনা
জনম গেলো বন্দি আমার
জনম গেলো বন্দি আমার
দুখের কারাগারে
মা জননী আসবে কি আর
আমার বুকে ফিরে
মা জননী আসবে কি আর
আমার বুকে ফিরে
জনম জনম থাকতে পারি
সবকিছু কে ভুলে
মায়ের বিয়োগ ব্যাথায় আমি
মরছি তিলে তিলে
জনম জনম থাকতে পারি
সবকিছু কে ভুলে
মায়ের বিয়োগ ব্যাথায় আমি
মরছি তিলে তিলে
ঐ সোনামুখ না দেখিলে
ঐ সোনামুখ না দেখিলে
কেমনে রবো ঘরে
মা জননী আসবে কি আর
আমার বুকে ফিরে
মা জননী আসবে কি আর
আমার বুকে ফিরে।।