Madhumashe Phool Phote ( মধুমাসে ফুল ফোটে) Bangla Lyrics By Madhubanti Bagchi.
Madhumashe Phool Phote ( মধুমাসে ফুল ফোটে) Bangla Lyrics By Madhubanti Bagchi.
Song Name : Madhumashe Phool Phote
Singer : Madhubanti Bagchi
Tune & Music : Bickram Ghosh
Lyricist : Subhendu Dasmunshi
Madhumashe Phool Phote Lyrics in Bengali
মধুমাসে ফুল ফোটে বাগানে কাননে
মধুমাসে ভালবাসা মনের গহনে
মধুমাসে ফুল ফোটে বাগানে কাননে
মধু মাসে ভালবাসা মনের গহনে
যৌবন গন্ধে মম এই মধুমাসে
চঞ্চল হল তনু তোমারও সুবাসে
মধুমাসে অলিগুলো এসে দেখি জোটে
লাজবতি লাজ দিলো সুবাসিত ঠোঁটে
মধুমাসে ফুল ফোটে বাগানে কাননে
মধুমাসে ভালবাসা মনের গহনে
কি খেলা তে মেতে ছিল এ শরীর মন
কত শোভা সেজে ছিল ওই গৃহকোণ
তুমি প্রিয় সাজালে যখন
ওগো ও তুমি প্রিয় সাজালে যখন
মধুমাসে ফুল ফোটে বাগানে কাননে
মধুমাসে ভালবাসা মনের গহনে
মধুমাসে ফুল ফোটে বাগানে কাননে
মধুমাসে ভালবাসা মনের গহনে