Madoker Akhra(মাদকের আখড়া) Bangla Lyrics By Gogon Sakib
Madoker Akhra(মাদকের আখড়া) Bangla Lyrics By Gogon Sakib
Song : Madoker Akhra
Vocal : Gogon Sakib
Lyrics : Gogon Sakib And Riaz
Music : Ahmed Sajeeb
Label : Samsul Official Music
Madoker Akhra Bangla Lyrics
মাদকের আখড়ায় আখড়ায়
আমাকে খুজে পাবি তুই
মাদকের আতুর ঘরে
আমি তোরে ধুয়া দিয়ে ছুই
মাদকের আখড়ায় আখড়ায়
আমাকে খুজে পাবি তুই
মাধকের আতুর ঘরে
আমি তোরে ধুয়া দিয়ে ছুই
তোর কি মায়া হবেনা
যদি আমি নস্ট হয়ে যাই
নিকোটিনের আগুন আমায়
পুড়িয়ে বানিয়েছে ছাই
কিভাবে কাটছে আমার দিন
কি করে তোকে যে বুঝাই
আর কটা প্রহর গুনে যা
নিয়ে নিবো পরপারে ঠাই
কতোদিন পার হয়ে গেল
আমি নীল আকাশ দেখিনা
ধোয়াতে ঘর করে কালো
লিখেছি বিলিন রচনা
কতোদিন পার হয়ে গেল
আমি নীল আকাশ দেখিনা
ধোয়াতে ঘর করে কালো
লিখেছি বিলিন রচনা
কি দিয়ে ধুইলে যাবে দাগ
হয়েছে কালো কলিজা
তোর ছোয়া পাইনা বলে রাগ
আমি আর ভালো হবোনা
তোর কি মায়া হবেনা
যদি আমি নস্ট হয়ে যাই
নিকোটিনের আগুন আমায়
পুড়িয়ে বানিয়েছে ছাই
কিভাবে কাটছে আমার দিন
কি করে তোকে যে বুঝাই
আর কটা প্রহর গুনে যা
নিয়ে নিবো পরপারে ঠাই
তোর কি মায়া হবেনা
যদি আমি নস্ট হয়ে যাই
নিকোটিনের আগুন আমায়
পুড়িয়ে বানিয়েছে ছাই
কিভাবে কাটছে আমার দিন
কি করে তোকে যে বুঝাই
আর কটা প্রহর গুনে যা
নিয়ে নিবো পরপারে ঠাই
Madoker Akhra Bangla Lyrics
Madoker akhray akhray
Amake khuje pabi tui
Madoker atur ghore
Ami tore dhuya diye chui
Tor ki maya hobena
Jodi ami nosto hoye jai
Nikotiner agun amay
Puriye baniyeche chai