Majhe Majhe Tobo Dekha Pai(মাঝে মাঝে তব দেখা পাই) Bangla Lyrics By Borno Chakroborty

Majhe Majhe Tobo Dekha Pai(মাঝে মাঝে তব দেখা পাই) Bangla Lyrics By Borno Chakroborty

Song : Majhe Majhe Tobo Dekha Pai

Vocal : Borno Chakroborty

Lyrics : Rabindranath Tagore 

Music : Borno Chakroborty

Label : Hueztv

Majhe Majhe Tobo Dekha Pai Bangla Lyrics 

কেন মেঘ আসে হৃদয়-আকাশে

কেন মেঘ আসে হৃদয়-আকাশে,

 তোমারে দেখিতে দেয় না

মোহমেঘে তোমারে…

অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না

মাঝে মাঝে তব দেখা পাই, 

চিরদিন কেন পাই না

মাঝে মাঝে তব দেখা পাই, 

চিরদিন কেন পাই না

ক্ষনিক আলোকে আঁখির পলকে 

তোমায় যবে পাই দেখিতে

ওহে ক্ষনিক আলোকে আঁখির পলকে 

তোমায় যবে পাই দেখিতে

ওহে ‘হারাই-হারাই’ সদা হয় ভয়

‘হারাই-হারাই’ সদা হয় ভয়,

 হারাইয়া ফেলি চকিতে

আশ না মিটিতে হারাইয়া

পলক না পড়িতে হারাইয়া

হৃদয় না জুড়াতে

 হারাইয়া ফেলি চকিতে

মাঝে মাঝে তব দেখা পাই,

 চিরদিন কেন পাই না

মাঝে মাঝে তব দেখা পাই,

 চিরদিন কেন পাই না

ওহে কী করিলে বল পাইব তোমারে,

 রাখিব আঁখিতে আঁখিতে

ওহে কী করিলে বল পাইব তোমারে, 

রাখিব আঁখিতে আঁখিতে

ওহে এত প্রেম আমি কোথা পাব,

 নাথ

এত প্রেম আমি কোথা পাব, 

নাথ,

 তোমারে হৃদয়ে রাখিতে

আমার সাধ্য কিবা তোমারে

দয়া না করিলে কে পারে

তুমি আপনি না এলে

 কে পারে হৃদয়ে রাখিতে

মাঝে মাঝে তব দেখা পাই, 

চিরদিন কেন পাই না

ওহে আর-কারো পানে চাহিব না আর,

 করিব হে আজই প্রাণপণ-

ওহে আর-কারো পানে চাহিব না আর,

 করিব হে আজই প্রাণপণ-

ওহে তুমি যদি বল এখনি করিব…

তুমি যদি বল এখনি করিব বিষয় -বাসনা বিসর্জন

দিব শ্রীচরণে বিষয়- দিব অকাতরে বিষয়-

দিব তোমার লাগি বিষয় -বাসনা বিসর্জন

মাঝে মাঝে তব দেখা পাই, 

চিরদিন কেন পাই না

কেন মেঘ আসে হৃদয়-আকাশে

কেন মেঘ আসে হৃদয়-আকাশে, 

তোমারে দেখিতে দেয় না

মাঝে মাঝে তব দেখা পাই, 

চিরদিন কেন পাই না

মাঝে মাঝে তব দেখা পাই, 

চিরদিন কেন পাই না।।

Majhe Majhe Tobo Dekha pai Bangla Lyrics 

Keno megh ase hridoy akashe

Tomare dekhite dey na

Moho meghe tomare

Ondho kore rakhe 

tomare dekhite dey na

Majhe majhe tobu Dekha pai 

Cirodin keno paina 

Khonik aloke akhir poloke

Tomay zobe pai dekhite

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *