Majhi Tomay Chini Na Je ( মাঝি তোমায় চিনি না যে) Bangla Lyrics By Ananya Chakraborty.
Song : Majhi Tomay Chini Na Je
Singer : Ananya Chakraborty
Music : Ananya Chakraborty
Lyrics : Ananya Chakraborty
Music Label : Zee Music Company
Release On : 8 November 2022
Majhi Tomay Chini Na Je Bangla Lyrics
মাঝি তোমায় চিনি না যে
কিবা তোমার নাম?
ফিরিয়ে দিয়ে ভুল করেছি
গাঙ পুড়িয়ে গান (২)
তোমার কথার ভুল ধরেছি
অবাক নদীর জলে
নিটল কালো আঁখির কোলে
আকাশ প্রদীপ জ্বলে (২)
নাম হারিয়ে খুঁজে বেড়াই
তোমায় সারাক্ষণ (২)
অনন্ত দূর চলবে এখন
পাগল আমার মন (৩)