Maya Diya Badhlinare (মায়া দিয়া বাধলি নারে) Bangla Lyrics By Hridoy Avro
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েব সাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
Song : Maya Diya Badhlinare
Vocal : Hridoy Avro
Lyrics : Alex Abdus Salam
Tune : M A Mamun
Music : Sikder Akash
Label : TMH Music BD
Maya Diya Badhlinare Bangla Lyrics
মায়া দিয়া বাধলিনারে
তোর মনেরই সাথে
কলিজাটা ভাইঙ্গা দিলি
পিরিতের আঘাতে
মায়া দিয়া বাধলিনারে
তোর মনেরই সাথে
কলিজাটা ভাইঙ্গা দিলি
পিরিতের আঘাতে
পাগল আমি বোকা আমি
বুঝিনি তোর মন
মন মজাইয়া বন্ধু দিলি
তুষ জালানো দহন
তোর মায়াটা কাটে নারে
কাটে না তোর ঘোর
সুখ দিলি না বন্ধু
বুকে দিলি রে আচর
তোর মায়াটা কাটে নারে
কাটে না তোর ঘোর
সুখ দিলি না বন্ধু
বুকে দিলি রে আচর
সুখ ফলানো এই কপালে
দুখের করি চাষ
সুখের জোয়ার নাইরে মনে
দুঃখেই সর্বনাশ
সুখ ফলানো এই কপালে
দুখের করি চাষ
সুখের জোয়ার নাইরে মনে
দুঃখেই সর্বনাশ
তার মায়াতে পইরা বন্ধু
দিলি সাজা এমন
টুকরো টুকরো করলি বন্ধু
আমার দেহ মন
তোর মায়াটা কাটে নারে
কাটে না তোর ঘোর
সুখ দিলি না বন্ধু
বুকে দিলি রে আচর
তোর মায়াটা কাটে নারে
কাটে না তোর ঘোর
সুখ দিলি না বন্ধু
বুকে দিলি রে আচর
একুল ওকুল দুকূল আমার
ভাঙে দুখের জল
নিদয়াদের মতো বন্ধু
করলি শুধু ছল
একুল ওকুল দুকূল আমার
ভাঙে দুখের জল
নিদয়াদের মতো বন্ধু
করলি শুধু ছল
জীবন পুরে কয়লা আমার
তোরই মায়ার টানে
কতো ভালোবাসি তোরে
উপর ওয়ালা জানে
তোর মায়াটা কাটে নারে
কাটে না তোর ঘোর
সুখ দিলি না বন্ধু
বুকে দিলি রে আচর
তোর মায়াটা কাটে নারে
কাটে না তোর ঘোর
সুখ দিলি না বন্ধু
বুকে দিলি রে আচর।।
Maya Diya Badhlinare Bangla Lyrics
Maya diya badlinare
Tor moneri sathe
Kolijata bhainga dili
Piriter aghate
Pagol ami boka ami
Bujhini tor mon
Mon mojaiya bondhu
Tush jalano dohon
Tor mayata kate nare
Kate na tor ghor
Sukh dili na bondhu
Buke dili re achor.