Mayabono Biharini (মায়াবন বিহারিণী) Bangla Lyrics By Kishore Kumar & Ruma Guhathakurata.
Mayabono Biharini (মায়াবন বিহারিণী) Bangla Lyrics By Kishore Kumar & Ruma Guhathakurata.
Song : Mayabono Biharini
Singer : Kishore Kumar & Ruma Guhathakurata
Lyrics : Rabindranath Tagore
Label : Bidipta Sharma
Mayabono Biharini Lyrics in Bengali
মায়াবন বিহারীনি হরিনী
গহন স্বপন সঞ্চারিণী
কেন তারে ধরিবারে
করি পণ অকারণ
মায়াবন বিহারীনি
থাক থাক নিজমনে দূরেতে
আমি শুধু বাঁশরীর সুরেতে
থাক থাক নিজমনে দূরেতে
আমি শুধু বাঁশরীর সুরেতে
পরশ করিব ওর প্রাণমন অকারণ
মায়াবন বিহারীনি
চমকিবে ফাগুনেরও পবনে
পশিবে আকাশবানী শ্রবণে
চমকিবে ফাগুনেরও পবনে
পশিবে আকাশবানী শ্রবণে
চিত্ত আকুল হবে
অনুখন অকারণ
দূর হতে আমি তারে সাধিব
গোপনে বিরহডোরে বাঁধিব
দূর হতে আমি তারে সাধিব
গোপনে বিরহডোরে বাঁধিব
বাঁধন বিহীন সেই
যে বাঁধন অকারণ
মায়াবন বিহারীনি
মায়াবন বিহারীনি হরিনী
গহন স্বপন সঞ্চারিণী
কেন তারে ধরিবারে
করি পণ অকারণ
মায়াবন বিহারীনি