Mayar Tabij Buke Baindha (মায়ার তাবিজ) Bangla Lyrics By Atif Ahmed Niloy

Mayar Tabij Buke Baindha (মায়ার তাবিজ) Bangla Lyrics By Atif Ahmed Niloy

Song : Mayar Tabij 2

Vocal : Atif Ahmed Niloy 

Lyrics : Alex Abdus Salam

 

Mayar Tabij Buke Baindha Bangla Lyrics 

মায়ার তাবিজ বুকে বাইন্ধা, ছাইড়া দিলি হাত 

ভালোবাসার আগুন বুকে, কান্দি সারারাত 

মায়ার তাবিজ বুকে বাইন্ধা, ছাইড়া দিলি হাত 

ভালোবাসার আগুন বুকে, কান্দি সারারাত 

রাতের পরে রাত কেটে যায়, কাটে কত ভোর 

কেমন মায়ায় বাইন্ধা গেলি 

কাটে না তোর ঘোর 

রাতের পরে রাত কেটে যায়, কাটে কত ভোর 

কেমন মায়ায় বাইন্ধা গেলি 

কাটে না তোর ঘোর 

কেমন মায়ায় বাইন্ধা গেলি 

কাটে না তোর ঘোর 

মায়ার তাবিজ বুকে বাইন্ধা, ছাইড়া দিলি হাত 

ভালোবাসার আগুন বুকে, কান্দি সারারাত 

সুখায় নাইরে চোখের পানি , চোখ দুইটাও অভিমানি

সুখায় নাইরে চোখের পানি , চোখ দুইটাও অভিমানি 

ফিরবি না তুই তাও জানি 

ফিরবি না তুই তাও জানি 

আসায় থাকি যদি ফিরে পাই 

রাতের পরে রাত কেটে যায় , কাটে কত ভোর 

কেমন মায়ায় বাইন্ধা গেলি 

কাটে না তোর ঘোর 

রাতের পরে রাত কেটে যায়, কাটে কত ভোর 

কেমন মায়ায় বাইন্ধা গেলি 

কাটে না তোর ঘোর 

কেমন মায়ায় বাইন্ধা গেলি 

কাটে না তোর ঘোর 

মায়ার তাবিজ বুকে বাইন্ধা , ছাইড়া দিলি হাত 

ভালোবাসার আগুন বুকে, কান্দি সারারাত 

চাঁন্দের আলো সঙ্গী হইল, মনের দুঃখ মনে রইল 

চাঁন্দের আলো সঙ্গী হইল, মনের দুঃখ মনে রইল 

পিরীতি শিখাইলি কেন 

পিরীতি শিখাইলি কেন 

যাবি যদি আমায় ছাড়িয়া 

রাতের পরে রাত কেটে যায় , কাটে কত ভোর 

কেমন মায়ায় বাইন্ধা গেলি 

কাটে না তোর ঘোর 

রাতের পরে রাত কেটে যায় , কাটে কত ভোর 

কেমন মায়ায় বাইন্ধা গেলি 

কাটে না তোর ঘোর 

কেমন মায়ায় বাইন্ধা গেলি 

কাটে না তোর ঘোর 

মায়ার তাবিজ বুকে বাইন্ধা , ছাইড়া দিলি হাত 

ভালোবাসার আগুন বুকে , কান্দি সারারাত

আরো পড়ুন ঃ Tor moner Vitor Kar Chobi Aka

Mayar Tabij Buke Baindha Bangla Lyrics 

Mayar Tabij buke baindha chaira dili hat

Valobasar agun buke kandi sara rat

Rater pore rat kete jay kate koto vor

Kemon mayay baindha geli 

kate na tor ghor

Sukhay naire chokher pani chokh duitao ovimani

Firbi na tui tao jani

Asay thaki jodi fire pai.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *