Megher Sharok ( মেঘের স্মারক) Bangla Lyrics By Argha Dev. Jijibisha
Song Name : Megher Sharok
Singer : Argha Dev
Tune & Music : Argha Dev
Lyrics : Rayhan Rahman Raahim
Music Label : Argha Dev
Release On : 2022-11-29
Megher Sharok Lyrics in Bengali
এখন পথে মেঘেদের স্মারক
হঠাৎ বিরাম চিহ্নের চালাকি
এক চিমটি কুড়ানো গানে
একটা ছবি আঁকছি আমি একাকী
সেই ছবিটা নদীর গল্প জানে
আদতে যার প্রেমিক ছিলোনা
কথা ভাঙবার দুঃখ ছিলো তার
বিকেল জুড়ে জলের সীমানা
হুমম
কত হাসিতে পূর্নিমা রাত
নিভতে গিয়েও দীর্ঘশ্বাসে
চৌরাস্তার কাছাকাছি
রাত্রি হলে পাহাড় আসে (২)
পাহাড়ের এ দুঃখ কিসের
ভাসতে হৃদয় বারণ নাকি
বুঝতে গিয়ে শিলালিপি
নদীটাকে আবছা ডাকাডাকি
নদীর কাছে যেটুকু ছিল
পা ডুবালে হয়তো প্রেমিক
বোতাম খোলা বুকের দেশে
আলতো মাথা আবছায়া ঠিক (২)
বাকীটুকু শুধু হাওয়ারা জানে
কৌতুকে আর সুন্দরে
ঝিরি-ঝিরি ফের সন্ধ্যা নামে
নদীতে আর এই পাহাড়ে (২)
এখন পথে মেঘেদের স্মারক
হঠাৎ বিরাম চিহ্নের চালাকি
এক চিমটি কুড়ানো গানে
একটা ছবি আঁকছি আমি একাকী
সেই ছবিটা নদীর গল্প জানে
আদতে যার কোনো প্রেমিক ছিলোনা
কথা ভাঙবার দুঃখ ছিলো তার
বিকেল জুড়ে জলের সীমানা