Mishe Acho (মিশে আছো) Bangla Lyrics By Souvik Kabi। Password Bangla Natok By Safa Kabir.
Song : Mishe Acho
Vocal : Souvik Kabi
Lyrics : Adhyaan Dhara
Label : Motion Rock Entertainment
Mishe Acho Bangla Lyrics
কিছু হালকা হাওয়াতে
মন তোরই দিশাতে ।
শুধু চলে যায়
কেন চলে যায় ।
যেন ফিরবে না বলেই
তোর দেখা না পেলেই
তোকে ছুঁতে চাই
যেন ছুঁতে চাই ।
কি করে বোঝাবো বল
পাহারায আছে ফুলেরই দল
সে শুনে না সে মানেনা কোনো কথা ।
ঘুম উড়েছে দু-চোখে
হাত বাড়ালেই চাই তোকে
বিপাকে সুখ মিশে আছে ।
ও ও ঘুম উড়েছে দু চোখে
হাত বাড়ালেই চাই তোকে
বিপাকে সুখ মিশে আছে ।
কত লেখা নীরবতা
যেন গভীর জুড়ে আছে ।
ভীষন একা নিয়ম শেখা
আরো নিবিড় হয়ে গেছে ।
বলে দেনা এসে তুই
যার পাশে তুই শুধুই
ফিরে দেখ তাকা এই আমি ।
কি করে বোঝাবো বল
পাহারায আছে ফুলেরই দল
সে শুনে না সে মানেনা কোনো কথা ।
ঘুম উড়েছে দু-চোখে
হাত বাড়ালেই চাই তোকে
বিপাকে সুখ মিশে আছে ।
ও ও ঘুম উড়েছে দু চোখে
হাত বাড়ালেই চাই তোকে
বিপাকে সুখ মিশে আছে ।
Mishe Acho Bangla Lyrics
Kichu halka haowate
Mon tori dishate.
Sudhu chole jay
Keno chole jay.
Jeno firbe na bolei
Tor dekhe na pelei
Toke chute chai
Jeno chute chai.
Ki kore bojhabo bol
Paharay ache phooleri dol
Se sune na se manena kono kotha.
Ghum ureche du-chokhe
Haat baralei chai toke
Bipake sukh mishe ache.