Mittha Premer Ovinoy ( মিথ্যা প্রেমের অভিনয়) Bangla Lyrics By Gogon Sakib.

Mittha Premer Ovinoy ( মিথ্যা প্রেমের অভিনয়)  Bangla Lyrics By Gogon Sakib. 

Song : Mittha Premer Ovinoy

Singer : Gogon Sakib

Lyrics : Gogon Sakib And K Nayem

Tune : Gogon Sakib

Music & Mix Master : Jami Ul Hasan

Label : Samsul Official

Mittha Premer Ovinoy Bangla Lyrics 

আমার আমার করি যারে

সেতো আমার না

তার মতো ছলনাময়ীর

হয়না তুলনা – ২ বার

আমায় ছাইড়া করছে রে সে

অন্য লোকের ঘর

মেঘলা আকাশ হইলো আমার

উঠলো দুঃখের ঝড়

ভাবলি না ভাবলিনারে তুই

কি হবে আমার

মিথ্যে প্রেমের অভিনয়টা

ছিলো চমৎকার – ২ বার

খুব শীঘ্রই পাবি পাবি

আগর বাতির ঘ্রাণ

চোখ বুজানো মরা মুখে

কাঁদবে কি তোর প্রাণ

 

কেউ দেখেনা কেউ বুঝেনা

বুকে ব্যথার ঢেউ

দিল দিয়াছি যারে আমি

ছাইড়া গেছে সেও – ২ বার

ভাগ্য রেখা বদলে গেছে

তোরে না পাইয়া

আমার শহর করলিরে ত্যাগ

মায়া বাড়াইয়া

ভাবলি না ভাবলিনারে তুই

কি হবে আমার

মিথ্যে প্রেমের অভিনয়টা

ছিলো চমৎকার – ২ বার

খুব শীঘ্রই পাবি পাবি

আগর বাতির ঘ্রাণ

চোখ বুজানো মরা মুখে

কাঁদবে কি তোর প্রাণ

Mittha Premer Ovinoy Bangla Lyrics 

Amar amar kori jare

Seto amar na

Tar moto chalonamoyer

Hoyna tulona.

Amay chaira korche re se

Anyo loker ghor

Meghla akash hailo amar

Uthlo dukher jhor.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *