Mon Aamar(মন আমার) Bangla Lyrics By Anindya Bose.

Mon Aamar(মন আমার) Bangla Lyrics By Anindya Bose.

Mon Aamar(মন আমার) Bangla Lyrics By Anindya Bose.

Song : Mon Aamar

band : Parashpathar 

Album : Ajo Ache (1996)

Vocal : Anindya Bose

Music Publisher : Asha Audio Company

Mon Aamar Song Lyrics 

মন আমার, কখনো ভুলে যেও না

গিটারের ব্যথায় বাঁধা কবিতা,

মন আমার, কখনো ভুলে যেও না

গিটারের ব্যথায় বাঁধা কবিতা,

নিষেধের, গণ্ডিটাকে পেরিয়ে

উড়ে যাও, কখনো ধরা দিও না। 

ও মন আমার, ও মন আমার,

ও মন আমার, ও মন আমার। 

হয়তো তোমার বুক পায়নি কোথাও 

কোনো সান্ত্বনা,

বিনিদ্র রাত্রে শয্যাসঙ্গী শুধু যন্ত্রণা,

বোঝাতে চেয়েছ, তবু পারোনি বোঝাতে 

এই কবিতা,

শুনেও শুনবে না, বুঝবে না তোমার এ গানের ব্যথা। 

তবু ভুলে যাও, এ স্মৃতি মনে রেখো না। 

মন আমার, কখনো ভুলে যেও না

গিটারের ব্যথায় বাঁধা কবিতা,

নিষেধের, গণ্ডিটাকে পেরিয়ে

উড়ে যাও, কখনো ধরা দিও না। 

ও মন আমার, ও মন আমার,

ও মন আমার, ও মন আমার। 

শুনবে তোমার গান নীল আকাশের 

ওই পাখিরা,

দুলবে সুরের দোলে সদ্য প্রস্ফুটিত ফুলেরা,

নদীর কলোচ্ছ্বাসে ভাসিয়ে দিয়ো 

এ ভাবের খেয়া,

হৃদয়ের অঙ্গনে জ্বালিয়ে রেখো 

এই সুরের দিয়া। 

তাই গেয়ে যাও, এ গানে তুমি থেমো না। 

মন আমার, কখনো ভুলে যেও না

গিটারের ব্যথায় বাঁধা কবিতা,

নিষেধের, গণ্ডিটাকে পেরিয়ে

উড়ে যাও, কখনো ধরা দিও না। 

ও মন আমার, ও মন আমার,

ও মন আমার, ও মন আমার। 

মন আমার, মন আমার

মন আমার, মন আমার। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *