Mon Bole (মন বলে) Bangla Lyrics By Porshi। Niloy Alamgir & Prova। Megh O Tarar Golpo Bangla Natok.
Song : Mon Bole
Vocal : Porshi
Lyrics : Rabiul Islam Jibon
Tune : Bappa Mazumder
Label : G Series Music
Mon Bole Bangla Lyrics
মন বলে ভালোবাসি,
প্রান বলে নাই
চোখ বলে দেখে দেখে,
কিছু দিন যাক না
আমি এই বলে ভালোবাসতে
নেইতো আর বাকি
আকাশ বাতাস, চন্দ্র তারা
তোমারই ছবি আকে
ভেতর ভেতর ভালোবাসি
বলতে লাগে ভয়
অনুভবের গল্পগুলো
মিথ্যে যদি হয়
ভেতর ভেতর ভালোবাসি
বলতে লাগে ভয়
অনুভবের গল্পগুলো
মিথ্যে যদি হয়
ভাবনাগুলো আড়াল ভেঙে
মেলে দেয় পাখা
এমনি করে নিজের ভেতর
যায় কি ভালো থাকা
হৃদয় বলে তোমার তীরে
ভীরাই প্রেমের নাও
অন্তরেতে একটু বাধা
বলে ধীরে যাও
হৃদয় বলে তোমার তীরে
ভীরাই প্রেমের নাও
অন্তরেতে একটু বাধা
বলে ধীরে যাও
ভাবনাগুলো আড়াল ভেঙে
মেলে দেয় পাখা
এমনি করে নিজের ভেতর
যায় কি ভালো থাকা
মন বলে ভালোবাসি,
প্রান বলে নাই
চোখ বলে দেখে দেখে,
কিছু দিন যাক না
আমি এই বলে ভালোবাসতে
নেইতো আর বাকি
আকাশ বাতাস, চন্দ্র তারা
তোমারই ছবি আকে।।
Mon Bole Bangla Lyrics
Mon bole valobashi
Pran bole nai
Chokh bole dekhe dekhe
Kichu din jak na
Ami boli valobashte
Megh duar paake
Akash-batash, chondro-tara
Tomar ei chobi aake
Ho ho …. ho ho…
Hooo… hoo…
Bhetor bhetor valobashi
Bolte lage voy
Onuvob er golpo gulo
Mitthe jodi hoy